সোমবার ● ১৮ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » সবচেয়ে সম্প্রসারিত ক্লাউড স্ট্র্যাটিজি উদ্বোধন করল ওরাকল
সবচেয়ে সম্প্রসারিত ক্লাউড স্ট্র্যাটিজি উদ্বোধন করল ওরাকল
ইন্ডাস্ট্রির সবচেয়ে সম্প্রসারিত, অত্যাধুনিক ক্লাউড স্ট্রাটিজি, ওরাকল ক্লাউড স্যোসাল সার্ভিসের উদ্বোধন ঘোষণা করেছে ওরাকল। ওরাকলের এই সেবায় গ্রাহকরা সাবস্ক্রিপশন ভিত্তিতে সংযোগ প্রতিষ্ঠা করতে পারবে। সকল অ্যাপ্লিকেশন এবং স্যোসাল সার্ভিসেস সমূহের ব্যবস্থাপনা ও সহায়তা করবে ওরাকল।
ওরাকল ক্লাউড ব্যবসায়িক ব্যবহারকারী এবং সফটওয়্যার ডেভেলপার উভয় শ্রেণীর গ্রাহকরাই নিজেই সহজেই ব্যবহার করতে পারবে। ব্যবসায়িক ব্যবহারকারীরা তাদের অ্যাপ্লিকিশন গুলো অর্ডার দেয়া, কনফিগার করা, সম্প্রসারণ ও পর্যবেক্ষণ করতে পারবে। অন্যদিকে সফটওয়্যার ডেভেলপাররা সহজেই তাদের অ্যাপ্লিকেশন স্থাপন, পর্যবেক্ষণ সহ সকল কিছু করতে পারবে।
ওরাকল ক্লাউড প্ল্যাটফর্মে ডাটাবেজ সেবা, জাভা সেবা, ডেভলপার সেবা, ওয়েব সেবা, মোবাইল সেবা ডকুমেন্ট সেবা, সাইটস সেবা, বিশ্লেষণ সেবা সবই অর্ন্তভুক্ত করা হয়েছে। আর ক্লাউড অ্যাপ্লিকেশন সেবায় অর্ন্তভুক্ত হয়েছে ইআরপি সেবা, এইচ সিএম সেবা, ট্যালেন্ট ম্যানেজমেন্ট সেবা, বিক্রয় এবং বিপণন সেবা, গ্রাহকদের অভিজ্ঞতা সেবা। এছাড়া ওরাকলের সম্বন্বিত ক্লাউড স্যোশাল সার্ভিসে অর্ন্তভুক্ত হয়েছে ওরাকল স্যোশাল নেটওর্য়াক, ওরাকল স্যোশাল ডাটা সার্ভিস, ওরাকল স্যোশাল মার্কেটিং এন্ড এনগেজমেন্ট সার্ভিস, এবং ওরাকল স্যোশাল ইনটেলিজেন্স সার্ভিস।
এই প্রসঙ্গে ওরাকলের সিইও ল্যারি এ্যালিসন বলেন, ‘প্রায় সাত বছরের অক্লান্ত পরিশ্রম, বিলিয়ন ডলারের বিনিয়োগের পর এখন আমরা বিশ্বের সবচেয়ে বড় ক্লাউড স্ট্র্যটিজি ঘোষণা করছি। বেশিরভাগ ক্লাউড ভেন্ডরদের কেবল ক্লাউড আছে।এটা সম্প্রসারনের কোন প্ল্যাটফর্ম নেই। ওরাকল ই একমাত্র ভেন্ডর যারা একটি পূর্ণাঙ্গ আধুনিক, সামাজিক ভাবে গৃহিত ক্লাউড অফার করছে।’