মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » পিসিটির সদস্যভুক্তির জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিসভা
পিসিটির সদস্যভুক্তির জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিসভা
ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি বা কপিরাইটের বিষয়গুলোতে নিবন্ধনের জন্য ফি কমাতে একটি ‘প্যাটেন্ট কো-অপারেশন ট্রিটিতে (পিসিটি) অন্তর্ভুক্তির অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ওয়াইপো (ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রোপার্টি) বা কপিরাইট আছে এগুলোর ইউনিয়ন হলো পিসিটি। ভারত ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ১৫২টি দেশ পিটিসির সদস্যভুক্ত।
আমরা এখনও সদস্য হয়নি। সদস্যভুক্তির জন্য মন্ত্রিসভা অনুমতি দিয়েছে। সদস্য হলে আন্তর্জাতিক ওয়াইপো বা ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টির যে বিষয়গুলো আছে সেগুলোতে নিবন্ধনের জন্য ফি দেওয়া অনেক কমে যাবে। ৭৫ শতাংশ পর্যন্ত বেসিক ফি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের আরও আগে করার দরকার ছিল।
কপিরাইট সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ওয়াইপো, জিএটিটি, ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি রাইটস প্রোটেকশন চুক্তিতে সই করেছি। শুধু পিটিসিতে পেছনে পড়ে গেছি। এখন আমরা সদস্য হবো।