রবিবার ● ১৭ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » পিসির নিরাপত্তায় সবার শীর্ষে ফিনল্যান্ড
পিসির নিরাপত্তায় সবার শীর্ষে ফিনল্যান্ড
সম্প্রতি বিশ্বের ২৪টি দেশে পিসি নিরাপত্তা নিয়ে পরিচালিত একটি জরিপের ফল প্রকাশ করেছে পিসির নিরাপত্তা সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান ম্যাকাফি।
এতে দেখা গেছে, ভারতে পিসি ব্যবহারের হার তুলনামূলক কম হলেও এ-সংক্রান্ত নিরাপত্তার ক্ষেত্রে দেশটি যুক্তরাষ্ট্র ও জাপানের তুলনায় এগিয়ে। বিশ্বজুড়ে গ্রাহকদের কতজন মৌলিক নিরাপত্তা পেয়ে থাকেন, তা নির্ধারণে প্রতি মাসে প্রায় ২ কোটি ৮০ লাখ পিসির বিভিন্ন তথ্য বিশে¬ষণের মধ্য দিয়ে জরিপটি পরিচালনা করা হয়। এ ক্ষেত্রে মৌলিক নিরাপত্তা বলতে মূলত পিসিগুলোয় অ্যান্টি-ভাইরাস, অ্যান্টি-¯পাইওয়ার ও ফায়ারওয়াল ইনস্টল করা রয়েছে কিনা, তা বোঝানো হয়েছে। জরিপের ফল অনুযায়ী, ৯০ দশমিক ৩ শতাংশ নিরাপত্তা নিশ্চিত করে এ ক্ষেত্রে শীর্ষস্থানটি দখল করেছে ফিনল্যান্ড। এর পরের অবস্থানেই রয়েছে ইতালি (৮৬ দশমিক ২ শতাংশ) ও জার্মানি (৮৫ দশমিক ৫৫ শতাংশ)। আর ৮২ দশমিক ৬৭ শতাংশ নিরাপত্তা নিশ্চিত করে তালিকার ১৪তম অবস্থানে ভারত এবং ৮২ শতাংশ পিসি নিরাপত্তা দিয়ে ১৭তম অবস্থানে রয়েছে চীন। এরপরে যথাক্রমে জাপান, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের অবস্থান।