রবিবার ● ১৭ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিং-কে ঢেলে সাজালো মাইক্রোসফট
বিং-কে ঢেলে সাজালো মাইক্রোসফট
ফেসবুক এবং টুইটার ইনসাইট সুবিধাসহ নতুন ভাবে সার্চ ইঞ্জিন বিংকে সাজালো মাইক্রোসফট। বের হবার তিন বছরের মধ্যে বিং সার্চ ইঞ্জিনে এটাই সবচেয়ে বড় উন্নয়ন। মাইক্রোসফট তার রিলিজ নোটে বলে, ‘বিশ্বাসী মানুষকে সংঙ্গে নিয়ে যা কিছু করবেন তার বেশির ভাগই ভালো হবে।’
‘নতুন সামাজিক বৈশিষ্ট্য যুক্ত হবার ফলে বিংয়ের মাধ্যমে আরো সহজে ধারনা বিনিময়, মতামত শেয়ার এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। একজন বন্ধুর সাথে ধারণা শেয়ার করলে যে প্রাণচঞ্চলতা পাওয়া যাবে ঠিক একই প্রাণচঞ্চলতা অনুসন্ধানকারীকে দিবে বিং।’
নতুন বৈশিষ্ট্য হিসেবে বিংয়ে থাকছে ‘সোশ্যাল সাইডবার’। মাইক্রোসফট জানিয়েছে এই সাইডবারে অনুসন্ধানের বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এমন ফেসবুক বন্ধুদের তালিকা দেয়া থাকবে। ধরুন আপনি কম্পিউটার ‘হার্ডওয়্যার’ সম্পর্কিত কোন কিছু সার্চ করছেন। এখন আপনি অনুসন্ধানের জন্য যে টার্মটি ব্যবহার করেছেন দেখা গেল আপনার ফেসবুক বন্ধুদের মধ্যে এমন কেউ রয়েছে যে এ বিষয়ে অভিজ্ঞ। বিং তখন ‘সোশ্যাল সাইডবার’ এ বন্ধু বা বন্ধুদের নাম তালিকা আকারে দেখাবে। বিংয়ের করা এক সমীক্ষায় ব্যবহারকারীরা জানিয়েছে তারা তাদের বন্ধুদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে বেশী আগ্রহী। আর সে কারণেই নতুন এই সুবিধা সংযোজন করেছে মাইক্রোসফট।
গুগল নিয়ন্ত্রিত ইন্টারনেট অনুসন্ধান বাজারে প্রবেশের জন্য কঠোরভাবে পরিশ্রম করছে মাইক্রোসফট। ২০০৭ সালে প্রতিষ্ঠানটি ২৪০ মিলিয়ন ডলার ব্যয়ে ফেসবুকের ১.৬% স্টেক ক্রয় করে। আর এই বিনিয়োগ মাইক্রোসফটকে ফেসবুকের সাথে ভালো সম্পর্ক গড়তে সহায়তা করছে বলে মনে করা হয়।
পিসি ম্যাগাজিন তার রিভিউয়ে সার্চ ইঞ্জিনটিকে ৪ তারকা দিয়েছে। এখানে সাইটটির দেয়া ভালো, খারাপ এবং শেষ কথা দেয়া হলঃ
ভালো: অনুসন্ধানের ফলাফল অত্যন্ত ভালো। বেড়ানো, সংগীত, ছবি, স্থানীয়, ভিডিও এবং আরো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ভার্টিকেল সার্চটি অত্যন্ত সাহায্যকারী। সামাজিক যোগাযোগ এর সাথে সংযোগ গুগলের চাইতে অনেক ভালো।
খারাপ দিক: গুগলের মত দ্রুত নয়। তারিখ নির্ধারিত অনুসন্ধানের ব্যবস্থা নেই। গুগল আরো বেশি ভাষা অনুবাদ করতে পারে।
শেষ কথা: অনুসন্ধানের ক্ষেত্রে বিং সবসময় ক্রিয়েটিভ কিছু দেবার চেষ্টা করে, এবার তার সাথে যুক্ত হল সামাজিক যোগাযোগ।