বুধবার ● ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » হুন্দাই আনল সৌর প্যানেলযুক্ত গাড়ি
হুন্দাই আনল সৌর প্যানেলযুক্ত গাড়ি
ছাদে সৌর প্যানেলযুক্ত সোনাটা হাইব্রিড গাড়ির নতুন একটি সংস্করণ ছেড়েছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। এ সৌর প্যানেল থেকে গাড়ির ব্যাটারিতে চার্জ জমা হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হুন্দাই দাবি করেছে, দৈনিক ছয় ঘণ্টা গাড়ির সোলার প্যানেল ব্যবহার করলে গাড়ির ব্যাটারির ৬০ শতাংশ চার্জ এখান থেকে পাওয়া যাবে। এতে বছরে গাড়ি ১ হাজার ৩০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হবে। সৌর প্যানেলটি গাড়ির অতিরিক্ত সেবা হিসেবে গাড়ির মডেলের সঙ্গে দেবে তারা।
সৌর প্যানেলযুক্ত গাড়ি ব্যবহার করলে জ্বালানি সাশ্রয় হবে এবং কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমবে। মাঝারি আকারের যাত্রীবাহী গাড়িগুলোয় উন্নত ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম যুক্ত হয়েছে, যা শক্তি ব্যবহারের ক্ষেত্রে সক্ষমতা দেখাতে পারবে।
হুন্দাই জানিয়েছে, তারা দ্বিতীয় প্রজন্মের সৌরছাদ তৈরিতে কাজ করছে, যা আধা স্বচ্ছ সহজে এবং কেবিনে আলো ঢোকার পথ করে দেবে।
কোরিয়া ও উত্তর আমেরিকার বাজারে সৌরছাদযুক্ত সোনাটা গাড়ি বিক্রি হবে। তবে এ ধরনের গাড়ির দাম এখনো ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।