শনিবার ● ১৬ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ইউটিউবে অলিম্পিক গেমস
ইউটিউবে অলিম্পিক গেমস
আন্তর্জাতিক অলিপক কমিটি (আইওসি) সিদ্ধান্ত নিয়েছে ইউটিউবের মাধ্যমে লন্ডন অলিম্পিক গেম সরাসরি সম্প্রচার করবে। আগামী ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। বিশ্বের ২০৪টি দেশের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বাংলাদেশ অংশগ্রহণ করবে চারটি খেলায়। এশিয়া এবং আফ্রিকাজুড়ে ৬৪ দেশের ক্রীড়া অনুরাগীরা সম্পূর্ণ বিনামূল্যে ১১টি এইচডি চ্যানেলে অলিম্পিক গেম উপভোগ করতে পারবে। সম্প্রচারটি কম্পিউটার, ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসের মাধ্যমে দেখা যাবে বলে জানিয়েছে আইওসি। এই চুক্তির পেছনে ইউটিউব কত টাকা ব্যয় করেছে সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সাধারণত টেলিভিশনে সম্প্রচার করার অনুমতি দেয়া হলে বিলিয়ন ডলার আয় করা যেত বলে মন্তব্য করেছে বিবিসি। যে সব দেশে ডিজিটাল স্বত্ব অন্য পক্ষ কর্তৃক গৃহীত হয়নি খেলাগুলো শুধু সেই সব দেশের অধিবাসী উপভোগ করতে সক্ষম হবে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশসহ রয়েছে ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, পাকিস্তানসহ আরও বেশ কিছু দেশ। অলিম্পিকএর জন্য ইউটিউব চ্যানেল এর লিঙ্ক হচ্ছে htp://www.youtube.com/olympic। ১০টি ফিডে সরাসরি সম্প্রচার এবং একটি ফিডে ২৪ ঘণ্টা অলিম্পিক সংক্রান্ত সংবাদ প্রচার করা হবে। সংবাদ ফিডটি বাদে বাকিগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খেলা সম্প্রচার করবে।