শনিবার ● ১৬ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফায়ারফক্স ১৩ এর নতুন সংস্করণ
ফায়ারফক্স ১৩ এর নতুন সংস্করণ
মজিলা ফায়ারফক্স তার ১৩তম সংস্করণের বেটা কার্যক্রম শুরু করার এক মাস পার হতে না হতেই কোডগুলো ঠিক ঠাক করে নতুন আরেকটি সংস্করণ বের করলো। নতুন সংস্করণের ডিফল্ট হোম পেজে পাবে বুকমার্ক এবং হিস্টরি। নতুন ট্যাব খোলার সাথে সাথে আপনাকে দিবে বহুল প্রদর্শিত পেজগুলোর তালিকা। গুগলের এসপিডিওয়েই প্রটোকল ডিফল্টভাবে অন থাকায় পেজ লোডের সময় কমে আসবে বলে আশা করা যাচ্ছে।
স্টার্টআপ গতি বৃদ্ধি করার জন্য চালু করার পর ফায়ারফক্স এখন শুধু প্রথম ট্যাবটির কনটেন্ট লোড করে। ফায়ারফক্স ১৩ চালু করলে এখন আপনাকে নতুন একটি হোম পেজ দেখাবে যেখান থেকে অ্যাডঅনগুলোতে দ্রুত প্রবেশ এবং ব্যবস্থাপনা, সেটিং, ডাউনলোড, ব্রাউজের ইতিহাস এবং সেটিং ঠিক করতে পারবেন। আগের সংস্করণের মতো পেজের অর্ধেক জায়গা জুড়ে রয়েছে গুগলের সার্চ ফর্মটি। নতুন ট্যাব খুললে ফায়ারফক্স ১৩ এখন থেকে ক্রোমের মত যে সকল ওয়েব পেজ ভিজিট করেছেন সেগুলো থাম্বনেল আকারে দেখাবে। যে সকল সাইট আপনার প্রিয় সেগুলো এবং বুকমার্ক এখানে পিন করতে পারবেন।