বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » স্যামসাং এর তিন ক্যামেরার স্মার্টফোন বাজারে, ঘোরানো যাবে সামনে ও পেছনে
স্যামসাং এর তিন ক্যামেরার স্মার্টফোন বাজারে, ঘোরানো যাবে সামনে ও পেছনে
স্মার্টফোনে থাকা তিনটি ক্যামেরা প্রয়োজন অনুযায়ী সামনে ও পেছনে ঘুরিয়ে ব্যবহার করা যায়। এমনই এক স্মার্টফোন দেশের বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। তাদের তৈরি নতুন এ স্মার্টফোনের মডেলের নাম গ্যালাক্সি এ৮০।
স্যামসাং কর্তৃপক্ষ বলছে, গ্যালাক্সি এ৮০ ডিভাইসটি একটি মোটরাইজড মেকানিজম সিস্টেমের রোটেটিং ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে পেছনে ক্যামেরা দিয়েই সেলফি তোলা যায়।
ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরার ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল ভিউয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর ও এআরভিত্তিক পরিমাপক অ্যাপ্লিকেশন এবং বোকেহ ইফেক্টের জন্য রয়েছে থ্রিডি ডেপথ সেন্সর। ডিভাইসটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম।
ফোনটিতে রয়েছে ইনফিনিটি ডিসপ্লে, ৬.৭ ইঞ্চির এজ-টু-এজ ফুলএইচডি প্লাস সুপার অ্যামোলেডের ডিসপ্লে। এর ব্যাটারি ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের।
স্মার্টফোনটির দাম ৭৭ হাজার ৪৯০ টাকা। তবে বিশেষ অফারে ফোনটি ৭৪ হাজার ৪৯০ টাকায় বিক্রি ও উপহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।