বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মরক্কো তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুত প্রকল্প
মরক্কো তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুত প্রকল্প
সৌরশক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিতে সবচেয়ে বড় নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিটি উরজাজেটে তিন হাজার একরেরও বেশি জায়গা নিয়ে ইতোমধ্যেই এককভাবে গড়ে উঠেছে বৃহত্তম এই সোলার ফার্ম। উরজাজেট সোলার পাওয়ার প্ল্যান্ট স্টেশন নামের এই প্রকল্পটিকে দ্য নূর উরজাজেট কমপ্লেক্সও বলা হয়ে থাকে; বৃহৎ এই প্রকল্প থেকে যে পরিমাণ বিদ্যুত উৎপাদন হবে তা দিয়ে চেক প্রজাতন্ত্রের রাজধানী শহর প্রাগের সমান একটি অঞ্চল চলবে।
এছাড়া মরক্কেশের আকারের মতো দুটি শহর চলবে এর নবায়নযোগ্য বিদ্যুতে। একইসঙ্গে দশ লাখ মানুষ পাবেন এর বিদ্যুত সুবিধা। সাহারা মরুভূমির প্রবেশপথে অবস্থিত তিন হাজার পাঁচশ’ ফুটবল মাঠের সমান এই সোলার ফার্মটি কোন রকম প্রতিকূলতা সৃষ্টি না করেই ৫৮০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করবে। এতে সাত লাখ ৬০ হাজার টন কার্বন নির্গমন থেকে রক্ষা পাবে। সৌরবিদ্যুত শক্তি উৎপাদনে মরক্কো বিশ্বের সবচেয়ে উচ্চাকাক্সক্ষী টার্গেট নিয়েছে।