বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ওএলইডি প্যানেল উৎপাদনে এলজি বিনিয়োগ করবে ২৬০ কোটি ডলার
ওএলইডি প্যানেল উৎপাদনে এলজি বিনিয়োগ করবে ২৬০ কোটি ডলার
ওএলইডি বা অর্গানিক লাইট-এমিটিং ডায়োড উৎপাদন বাড়াতে কাজ করছে এলজি ডিসপ্লে। এরই অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় নিজেদের একটি কারখানার ওএলইডি প্যানেল উৎপাদন বিভাগে ২৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার এলজি ডিসপ্লের পক্ষ থেকে এ বিনিয়োগের তথ্য নিশ্চিত করা হয়। খবর রয়টার্স।
মোবাইল ডিভাইস, বিশেষ করে সেলফোন ও পরিধেয় প্রযুক্তি পণ্যের জন্য ওএলইডির চাহিদা বাড়ছে। অন্যদিকে আলট্রা-ক্লিয়ার ডিসপ্লে ব্যবসাকে ভবিষ্যতে বড় ধরনের ব্যবসায় সুযোগ হিসেবে দেখছে এলজি ডিসপ্লে। যে কারণে বিদ্যমান কারখানায় ওএলইডি প্যানেল উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন করে বিনিয়োগের এ পরিকল্পনা।
বিভিন্ন প্রযুক্তি পণ্যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ায় অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে ওএলইডি ডিসপ্লের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এলজি ডিসপ্লে এর মধ্যে অন্যতম। সংশ্লিষ্ট খাতে আধিপত্য বাড়াতে এরই মধ্যে নতুন কারখানা স্থাপনে বিপুল অর্থ বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। এবার সে কারখানায় উৎপাদন বাড়াতে নতুন করে বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের অন্যতম সরবরাহকারী এলজি ডিসপ্লে। চলতি বছরের শুরুতে স্মার্টফোন বাজারে সরবরাহ ঘাটতির কারণে ওএলইডি ডিসপ্লের চাহিদা কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে স্মার্টফোনের ওএলইডি ডিসপ্লের চাহিদা কমলেও টিভির জন্য ওএলইডি ডিসপ্লের চাহিদা বাড়বে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে এলজি ডিসপ্লে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার কারখানায় বিনিয়োগের মাধ্যমে নমনীয় ওএলইডি ডিসপ্লে উৎপাদন বাড়ানো হবে। কারখানাটি থেকে তৈরি ডিসপ্লে মূলত স্মার্টফোন ও ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসের পাশাপাশি বড় আকারের টেলিভিশন ও স্মার্টঘড়ির মতো পরিধেয় প্রযুক্তি পণ্য নির্মাতাদের সরবরাহ করা হয়।
২০১৮ সাল থেকে অ্যাপল তাদের জনপ্রিয় আইফোন ডিভাইসে এলজির ওএলইডি ডিসপ্লে ব্যবহার করছে। যে কারণে চাহিদা অনুযায়ী ডিসপ্লে প্যানেল সরবরাহের লক্ষ্যে ওএলইডি উৎপাদন কারখানায় বিনিয়োগ বাড়াচ্ছে এলজি ডিসপ্লে।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে এলজির খুব একটা প্রভাব নেই। প্রতি বছর হাতে গোনা কয়েকটি স্মার্টফোন উন্মোচন করে ডিভাইস ব্যবসা টিকিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। তবে স্মার্টফোন ব্যবসায় ভালো অবস্থানে না থাকলেও ওএলইডি ডিসপ্লে উৎপাদনের মাধ্যমে অবস্থান দৃঢ় করতে বিনিয়োগ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
এলসিডি ডিসপ্লে উৎপাদন খাতে আধিপত্য ছিল এলজি ডিসপ্লের। কিন্তু খাতটিতে চীনা প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বেড়ে যাওয়ায় এখন নতুন প্রজন্মের ওএলইডি ডিসপ্লে প্যানেল উৎপাদনে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচের জন্য ওএলইডি ডিসপ্লে সরবরাহে স্যামসাংকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে এলজি ডিসপ্লে। বৈশ্বিক বাজারে আইফোনের চাহিদা কমলেও অ্যাপল স্মার্টওয়াচের চাহিদা বেড়ে যাওয়ায় এলজির ডিসপ্লের চাহিদা বেড়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে এলজি ডিসপ্লে মোট ১ কোটি ৬ লাখ ৪০ হাজার ইউনিট স্মার্টওয়াচের ওএলইডি ডিসপ্লে প্যানেল সরবরাহ করেছে, যা বৈশ্বিক বাজারের ৪১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে একই সময়ে স্যামসাং ৮৯ লাখ ৫০ হাজার ইউনিট ডিসপ্লে সরবরাহ করেছে। ফলে স্যামসাংয়ের বাজার দখল দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮ শতাংশ।