সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৪, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বিটিআরসি ভ্যাট নিবন্ধন না করায় জটিলতা: অ্যামটব
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বিটিআরসি ভ্যাট নিবন্ধন না করায় জটিলতা: অ্যামটব
৮৪৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিটিআরসি ভ্যাট নিবন্ধন না করায় জটিলতা: অ্যামটব

---
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরদের দ্বিতীয় প্রান্তিকের অর্থ গ্রহণ করেনি বলে জানিয়েছে অ্যামটব।

মোবাইল অপারেটরগুলোর সংগঠনটির দাবি, বিটিআরসি এখন পর্যন্ত মূসক বা ভ্যাট নিবন্ধন না করায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে বিটিআরসির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অ্যামটব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার তারা গত প্রান্তিকের (এপ্রিল-জুন ২০১৯) বিভিন্ন পাওনা যেমন রাজস্বের অংশ, সামাজিক দায়বদ্ধতা তহবিল ও বাৎসরিক তরঙ্গ ফি জমা দিয়ে গিয়েছিলেন। তবে ভ্যাটের অংশ বাদ দিয়ে জমা দিতে চাওয়ায় তা নেয়নি বিটিআরসি।

কিন্তু বিটিআরসি অর্থ আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট নিবন্ধন নেয়নি বলে অপারেটরগুলো ভ্যাট দিতে পারেনি বলে দাবি করেন অ্যামটবের মহাসচিব এস এম ফরহাদ।
তিনি বলেন, গত ১ জুলাই থেকে কার্যকর বর্তমান মূসক ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী অর্থ আদায়কারী প্রতিষ্ঠানের মূসক নিবন্ধন থাকার বিষয়ে বাধ্যবাধকতা আছে।

আইনের ৪৯ (২) ধারার কথা উল্লেখ করেন তিনি, যেখানে বলা হয়েছে, “সরবরাহকারী নিবন্ধিত বা তালিকাভুক্ত না হইলে এবং সমন্বিত কর চালানপত্র এবং উৎসে কর কর্তন সনদপত্র জারি না করিলে, উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করিবে না এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করিবে না।”

ফরহাদ বলেন, “টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এখন পর্যন্ত মূসক বা ভ্যাট নিবন্ধন না করায় জটিলতার সৃষ্টি হয়েছে।
“তবে দেশের ১৬ কোটিরও বেশি মোবাইল গ্রাহকের কথা মাথায় রেখে মোবাইল অপারেটরা তাদের গত প্রান্তিকের অর্থ প্রদানের সিদ্ধান্ত নেয়, যা বিটিআরসি গ্রহণে অসম্মতি জানায়।”
অ্যামটব এর আগে জাতীয় রাজস্ব বোর্ড ও বিটিআরসির কাছে ভ্যাট আইন অনুযায়ী কীভাবে অর্থ পরিশোধ করা যাবে এ বিষয়ে নির্দেশনা চেয়ে এখনও কোনো জবাব পায়নি বলে জানান মহাসচিব।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি
বাংলাদেশে শাওমির নতুন টিভি এ প্রো ২০২৫
টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪ অনুষ্ঠিত
বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হলো লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট