বৃহস্পতিবার ● ১৪ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » এনসাইক্লোপিডিয়ার তথ্য বিং সার্চ ইঞ্জিনে দেখা যাবে
এনসাইক্লোপিডিয়ার তথ্য বিং সার্চ ইঞ্জিনে দেখা যাবে
সম্প্রতি মাইক্রোসফট এবং এনসাইক্লোপিডিয়ার মাঝে স্বাক্ষরিত এক চুক্তির ফলে সার্চ ইঞ্জিন বিং ব্যবহারকারীরা এখন থেকে তাদের অনুসন্ধানের ফলাফলে বিশ্বকোষের তথ্যগুলোর সারসংক্ষেপ পাবে। মার্চ মাসে ব্রিটানিকা প্রিন্ট সংস্করণ প্রকাশ না করার যে সিদ্ধান্ত নেয় তার পরবর্তী পদক্ষেপ হিসেবে চুক্তিটি সম্পাদিত হয়েছে। এছাড়া গুগলের ‘নলেজ গ্রাফ’ এর জবাব হিসেবে বিংয়ের সাথে নতুন এই সুবিধা যুক্ত হতে চলেছে।
ব-গ পোস্টের মাধ্যমে মাইক্রোসফট এই চুক্তির ঘোষণা প্রদান করে এবং জানায়, ব্যবহারকারী যে বিষয়ে অনুসন্ধান করছে সে অনুসন্ধানে বিশ্বকোষের কোন তথ্য প্রাসঙ্গিক হলে সেই তথ্যগুলো ছোট্ট একটি বক্সের মধ্যে সংক্ষিপ্ত রূপে প্রকাশিত হবে। এর সাথে সাথে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের উৎস হিসেবে উইকিপিডিয়া, কিউউইকি এবং ফ্রিবেজ এর লিঙ্ক দেয়া হবে।
সার্চ ইঞ্জিনের সাথে এনসাইক্লোপিডিয়া যুক্ত হবার পর তা পরীক্ষা করতে গিয়ে ব-গার ম্যাট ম্যাকগি জানিয়েছেন প্রতিটি অনুসন্ধানের ফলাফলে বিশ্বকোষের তথ্য প্রদর্শন না করে যে সকল বিষয় অনুসন্ধান করলে সাধারণত ব্রিটানিকায় থাকা তথ্যের লিঙ্ক দেখানো হত সেইস্থানে এখন বক্স আকারে তথ্য দেখানো হচ্ছে। বিপরীতভাবে, গুগল তার ‘নলেজ গ্রাফে’ প্রকল্পের বিষয়টা সম্পর্কে অন্য সকল ফলাফল থেকে তথ্য সংগ্রহ করে তা ব্যবহারকারীর সামনে প্রদর্শন করছে।