বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » দেশে যাত্রা শুরু ই-কমার্স প্রতিষ্ঠান পারফির
দেশে যাত্রা শুরু ই-কমার্স প্রতিষ্ঠান পারফির
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান পারফি। সম্প্রতি ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।
বাংলাদেশে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে পারফির উদ্যোক্তা মাইকেল ওউ, মহাব্যবস্থাপক জেই বিন, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আসিভ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মাইকেল ওউ বলেন, পারফি তার গ্রাহকের প্রতিটি পয়সার মূল্য বোঝে। তাই গ্রাহক যেন অর্থের বিনিময়ে সবচেয়ে ভালো পণ্য পায়, সে বিষয় নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।
বাংলাদেশে পারফির সহযোগী প্রতিষ্ঠান ই-কুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিপ্লব ঘোষ রাহুল বলেন, ছয়-সাত মাস ধরে আমরা পারফির পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি। গ্রাহকদের থেকে আমরা খুবই ভালো সাড়া পেয়েছি এবং পারফি থেকে পণ্য ডেলিভারির পরিমাণ বাড়ছে।
২০১৮ সালের অক্টোবরে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে যাত্রা করে পারফি। শুরু থেকে ক্রেতা ও বিক্রেতাদের দারুণ সাড়া পায় প্রতিষ্ঠানটি। দেশের ই-কমার্স খাতে আস্থা তৈরি করতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি।