বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » জার্মানিতে ফেসবুকের ২০ লাখ ইউরো জরিমানা
জার্মানিতে ফেসবুকের ২০ লাখ ইউরো জরিমানা
ইন্টারনেট স্বচ্ছতা আইন লঙ্ঘন করায় সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুককে ২০ লাখ ইউরো (২২ লাখ ৬০ হাজার ডলার) জরিমানা করেছে জার্মান কর্তৃপক্ষ। ফেসবুককে অবৈধ কনটেন্ট বিষয়ে অভিযোগ করার পরও তা না সরানোয় এ জরিমানা করা হয়েছে। খবর রয়টার্স।
বিবৃতিতে জার্মানির ফেডারেল অফিস অব জাস্টিস জানিয়েছে, ফেসবুক যে স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে, তা অসম্পূর্ণ। তাদের প্রতিবেদনে অবৈধ কনটেন্টের অভিযোগগুলো কীভাবে বিবেচনা করা হয়, সে বিষয়ে বিস্তারিত তথ্য থাকে না। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগের পরও সঠিক তথ্য সরবরাহ করে না ফেসবুক কর্তৃপক্ষ। জার্মানির আইন অনুযায়ী ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে অবৈধ কনটেন্ট ঠেকাতে তাদের কার্যকলাপের প্রতিবেদন প্রকাশ করতে হয়। এক্ষেত্রেও আইন লঙ্ঘন করেছে ফেসবুক কর্তৃপক্ষ।