বুধবার ● ১৩ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি পড়াশোনা » সার্টিফায়েড সফ্টওয়্যার টেষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রশিক্ষণ
সার্টিফায়েড সফ্টওয়্যার টেষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রশিক্ষণ
আন্তর্জাতিক মানসম্পন্ন সফ্টওয়্যার টেষ্ট ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ সফটওয়্যার টেষ্টিং বোর্ড ও জবসবিডি ডট কমের যৌথ উদ্যোগে ২২ শে, জুন- ২০১২ ইং থেকে ‘‘সার্টিফায়েড সফ্টওয়্যার টেষ্ট ইঞ্জিনিয়ারিং” বিষয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ অয়োজন করেছে। কোর্সটিতে সফলভাবে অংশ গ্রহণ কারীদের জবসবিডি ডটকম এবং এইচআর ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি কর্তৃক যৌথভাবে সার্টিফিকেট প্রদান করা হবে। দেশের বিভিন্ন সফ্টওয়্যার প্রতিষ্ঠানের সফ্টওয়্যার ডেভেলপার এবং সফ্টওয়্যার টেষ্টিং ও কোয়ালিটি মেইন্টেনেন্সের সাথে জড়িত ও কম্পিউটার বিজ্ঞানের ফ্রেস গ্র্যাজুয়েটরাও এ দির্ঘমেয়াদী কোর্সে অংশ নিতে পারবেন। কোর্সটিতে রেজিষ্ট্রেশনের শেষ তারিখ-২০ শে, জুন- ২০১২। বিস্তারিত জানতে ভিজিট করুনঃwww.jobsbd.com , ফোন- ৯১১৮০১৪, ০১৭১৩৪৯৩১৫৯।