বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ৭ বিদেশির বিরুদ্ধে মামলা
এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ৭ বিদেশির বিরুদ্ধে মামলা
ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে সিস্টেম হ্যাক করে টাকা তোলার ঘটনায় সাত বিদেশির বিরুদ্ধে আবারো মামলা হয়েছে।
পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) তাদের বিরুদ্ধে মামলা করে। সিআইডির সাইবার তদন্ত বিভাগের এসআই প্রশান্ত কুমার সিকদার বাদী হয়ে এ মামলা করেন।
বুধবার রাতে সিআইডি থেকে জানানো হয়, সোমবার বাডডা থানায় অর্থপাচার আইনে এ মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন- দেনিস ভিতোমস্কি, নাজারি ভজনোক, ভালেনতিন সোকোলোভস্কি, সের্গেই উইক্রাইনেৎস, শেভচুক আলেগ ও ভালোদিমির ত্রিশেনস্কি। আর পলাতক আছেন ভিতালি ক্লিমচুক।
এর আগে গত ৩ জুন খিলগাঁও থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নতুন মামলায়ও তাদের রিমান্ডে নিয়ে অর্থপাচারের বিষয়ে জিঙ্গাসাবাদ করা হবে জানানো হয়।
উল্লেখ্য, ৩১ মে রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাড্ডায় একটি এটিএম বুথ থেকে দুই বিদেশি অবৈধভাবে প্রায় সাড়ে চার লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের সময় ধরা পড়ে জালিয়াত চক্রের দুই সদস্য। পরে বাকিদের গ্রেপ্তার করা হয়।