সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ৩০টি দেশে ৪৬টি বাণিজ্যিক ৫জি চুক্তি করেছে হুয়াওয়ে
৩০টি দেশে ৪৬টি বাণিজ্যিক ৫জি চুক্তি করেছে হুয়াওয়ে
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, এক লাখের বেশি ৫জি বেইস স্টেশন সরবরাহ করা হয়েছে। এতে বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থানে থাকার দাবি করেছে চীনা প্রতিষ্ঠানটি।
চীনে বাণিজ্যিকভাবে ৫জি’র ব্যবহার নিয়ে হুয়াওয়ে ভালোভাবে প্রস্তুত ছিলো বলেও জানানো হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বের প্রথম ৫জি কল করে হুয়াওয়ে। একইসঙ্গে ৫জি টার্মিনাল ডিভাইসও উন্মুক্ত করা হয়েছে।
চীনের শেনজেন-এ প্রধান কার্যালয় থাকা বেসরকারি প্রতিষ্ঠান হুয়াওয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান। সেইসঙ্গে এটি বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড।
দেশটির বাণিজ্য ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বৃহস্পতিবার চায়না ব্রডকাস্টিং নেটওয়ার্ক ও আরও তিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে ৫জি লাইসেন্স দিয়েছে। ওই তিন প্রতিষ্ঠান হচ্ছে চায়না টেলিকম, চায়না মোবাইল ও চায়না ইউনিকর্ন।
সম্প্রতি রাশিয়ায় ৫জি প্রযুক্তির উন্নয়নে রুশ টেলিকম কোম্পানি এমটিএসের সঙ্গেও চুক্তি করেছে হুয়াওয়ে।