বুধবার ● ১৩ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডেল ল্যাপটপ কিনে আকাশে ওড়ার সুযোগ পেলো ইলিয়াস
ডেল ল্যাপটপ কিনে আকাশে ওড়ার সুযোগ পেলো ইলিয়াস
ডেল ল্যাপটপ কিনে জীবনে প্রথমবারের মতো আকাশে ওড়ার এর সুযোগ পেলো সাতক্ষীরার মো. ইলিয়াস হোসেন। গত ৭ জুন রাজধানীর হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে শুরু হওয়া তিন দিনের গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলার কম্পিউটার সোর্স এর ডেল প্যাভিলিয়ন থেকে ল্যাপটপ কিনে এই সুযোগ লাভ করে তিনি।
স্ক্র্যাচ কার্ড ঘঁষে ‘হেলিকপ্টার রাইড’ জয়ের পর বিস্ময় প্রকাশ করে যশোর এমএম কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ইলিয়াস বলেন, ‘টানা আড়াই ঘণ্টা আকাশে ওড়ার এমন সুযোগ অভাবনীয়। আমি খুবই এক্সাইটেড।’
তিনি বলেন, ‘ল্যাপটপ ফেয়ারে যোগ দিতে বুধবার আমি ঢাকায় আসি। বন্ধুকে সাথে নিয়ে মেলায় গিয়ে কম্পিউটার সোর্স এর স্টল থেকে দুপুরে ডেল ব্রান্ডের ইন্সপায়রণ সিরিজের ৪১১০ মডেলের একটি ল্যাপটপ কিনি। মেলায় ঘোষিত অফার গ্রহণ করতে আমাকে পাঁচটি স্ক্রাচ কার্ড দেয়া হয়। আমার বন্ধু একটি কার্ড বেছে নেয়। কার্ডটি ঘঁষতেই আমি তো থ।’
প্রসঙ্গত, ল্যাপটপ ফেয়ার উপলক্ষে ডেল ব্রান্ডের ল্যাপটপের সাথে ১৫০০ টাকা মূল্যের লজিটেক তারহীন মাউস এবং স্ক্র্যাচ অ্যান্ড উইন পদ্ধতিতে প্রতি দিন তিন জন করে ‘হেলিকপ্টার রাইড’ ঘোষণা করে কম্পিউটার সোর্স।