বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » অ্যাপল আনল নতুন আইপড টাচ
অ্যাপল আনল নতুন আইপড টাচ
চার বছরের বিরতির পর নতুন আইপড টাচ আনল অ্যাপল। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির তৈরি সর্বকালের জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে আইপড অন্যতম। আইপডের নতুন সংস্করণটি মূলত সংগীতপ্রেমী ও গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। অ্যাপলের ধারণা, নতুন প্রজন্মের ক্রেতাদের আকর্ষণ করবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের পর আইপড টাচের নতুন আপডেট আনল অ্যাপল। এতে আইফোন ৭-এর প্রসেসর যুক্ত করা হয়েছে। এ১০ ফিউশন চিপের সঙ্গে ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন রাখা হয়েছে এতে।
অ্যাপলের দাবি, আগের চেয়ে দ্বিগুণ সিপিইউ কার্যক্ষমতা এবং তিন গুণ গ্রাফিকস পাওয়া যাবে নতুন আইপড টাচে। আইপড টাচের ৩২ গিগাবাইট মডেলের বাজারমূল্য বলা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট মডেলের দাম যথাক্রমে ২৯৯ ডলার ও ৩৯৯ ডলার।