বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্ন্যাপচ্যাটে গ্রাহকদের তথ্যে অনুপ্রবেশের অভিযোগ
স্ন্যাপচ্যাটে গ্রাহকদের তথ্যে অনুপ্রবেশের অভিযোগ
জনপ্রিয় মাল্টিমিডিয়া মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটে গ্রাহকদের তথ্যে নজরদারি এবং ছবি, ভিডিওতে অনুমতি ছাড়াই প্রবেশ করছেন স্ন্যাপচ্যাটের কর্মকর্তারা। ইন্টারনাল টুল ‘স্ন্যাপলায়ন’ ব্যবহার করে তারা গ্রাহকদের এসব তথ্য অবাধে নজরদারি করছেন। খবর এনগেজেট’র।
এই টুলটি সাধারণত প্রশাসনিক কর্মকর্তাদের সহায়তা করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া এর ব্যবহার করা অবৈধ। স্ন্যাপচ্যাট বছর খানেক ধরে গ্রাহকদের এসব তথ্য অবৈধভাবে নজরদারি করছে।
স্ন্যাপচ্যাটের সাবেক দুই কর্মচারী জানান, কিছু কর্মকর্তা আছেন যারা এই টুলটি দিয়ে অনুপ্রবেশ করছে।