বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ভারতে হুয়াওয়ে না থাকলে লাভবান হবে অপো-রিয়ালমি
ভারতে হুয়াওয়ে না থাকলে লাভবান হবে অপো-রিয়ালমি
মার্কিন নিষেধাজ্ঞা ও গুগলের সেবা সীমিত করার কারণে ভারতের বাজার থেকে বিদায় নিতে পারে হুয়াওয়ে। আর এ শূন্যতায় বিশেষ করে প্রিমিয়াম ফোনের বাজারে অংশীদারিত্ব দখলের ব্যাপক সম্ভাবনা দেখছে চীনা প্রতিদ্বন্দ্বী অপো ও রিয়ালমি ব্র্যান্ড। খবর ইকোনমিক টাইমস।
অপো এর আগে প্রিমিয়াম ফোন বানালেও ভারতের বাজারে স্যামসাং ও হুয়াওয়ের মতো কোম্পাানির কাছে টিকতে পারেনি। প্রিমিয়াম ফোন বা ৩০ হাজার রুপির বেশি দামের ফোনের বাজারে প্রবেশের দ্বিতীয় চেষ্টা হিসেবে এরই মধ্যে রেনো নামে একটি সিরিজ আনার ঘোষণা দিয়েছে অপো।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, গুগলের কাছ থেকে অ্যান্ড্রয়েড-সংশ্লিষ্ট প্রয়োজনীয় সেবা আদায় করতে ব্যর্থ হলে হুয়াওয়ের ফোন বাজার থেকে উঠে যেতে বাধ্য হবে। সেই শূন্যস্থান পূরণে সুযোগ পেতে পারে চীনা অন্যান্য কোম্পানি। বিশেষ করে ভারতে অপো ও রিয়ালমির প্রিমিয়াম ফোনের বাজারে প্রবেশের দুয়ার খুলে যাবে। যেখানে এখন পর্যন্ত এ বাজারটি স্যামসাং, ওয়ানপ্লাস ও অ্যাপলের দখলে রয়েছে।
ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের ধারণা, ডিসেম্বরের শেষ নাগাদ ভারতে প্রিমিয়াম ফোনের বাজার দ্বিগুণ হবে। তখন এটি হবে মোট সেলফোন বাজারের ১০ শতাংশ।
কাউন্টার পয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, স্মার্টফোনের প্রিমিয়াম বিভাগের অন্যতম দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হুয়াওয়ে। এখন এ কোম্পানির অনুপস্থিতি অন্য প্রতিযোগীদের নিঃসন্দেহে স্বস্তি দেবে!
রিয়ালমি ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মাধব শেঠও তরুণ পাঠকের বক্তব্যেরই প্রতিধ্বনি করেছেন। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদই রিয়ালমির প্রিমিয়াম ফোন বাজারে আসতে পারে।
এদিকে অপো ও রিয়ালমি দুটি ব্র্যান্ডের মালিকই চীনা বিবিকে ইলেকট্রনিকস। এ কোম্পানি ভিভো ও ওয়ানপ্লাস ব্র্যান্ডেরও মালিক। ২০১৮ সালের এপ্রিল-ডিসেম্বর থেকেই প্রিমিয়াম ফোনের বাজারে নেতৃত্ব দিচ্ছে ওয়ানপ্লাস। ভারতে প্রিমিয়াম ফোনের বাজারে জানুয়ারি-মার্চ প্রথম প্রান্তিকে দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে এ চীনা ব্র্যান্ড। আর প্রথম অবস্থানে আছে স্যামসাং।