বুধবার ● ২২ মে ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » বাজারে এইচপির নতুন ল্যাপটপ কম্পিউটার
বাজারে এইচপির নতুন ল্যাপটপ কম্পিউটার
এইচপি প্রোবুক জি৬ সিরিজের দুটি মডেলের ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। মডেলগুলো হচ্ছে এইচপি প্রোবুক ৪৪০ জি৬ এবং এইচপি প্রোবুক ৪৫০ জি৬। এই দুটি মডেল আবার ৩টি ভিন্ন সংস্করণে পাওয়া যাচ্ছে।
এইচপি প্রোবুক ৪৪০ জি৬ মডেলের সবচেয়ে বেসিক ল্যাপটপটিতে রয়েছে ৮ম প্রজন্মের ইনটেল কোর আই-ফাইভ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। দাম ৫১,৫০০ টাকা। ৮ম প্রজন্মের কোর আই-সেভেন প্রসেসরের দুটি সংস্করণ বাজারে পাওয়া যাচ্ছে। ৮ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিএসসি এমএক্স২৫০ ২ গিগাবাইট গ্রাফিকস কার্ডের সংস্করণটির দাম ৭১ হাজার ৫০০ টাকা। অন্য সংস্করণটিতে অতিরিক্ত আছে ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। এটির দাম ৭৬,৫০০ টাকা।
এইচপি প্রোবুক ৪৫০ জি৬ মডেলের বেসিক ল্যাপটপে রয়েছে ৮ম প্রজন্মের ইনটেল কোর আই-ফাইভ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। দাম ৫১,৫০০ টাকা। ৮ম প্রজন্মের কোর আই-সেভেন প্রসেসরের দুটি সংস্করণ আছে বাজারে। ৮ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ডিএসসি এমএক্স২৫০ ২ গিগাবাইট গ্রাফিকস কার্ডের সংস্করণটির দাম ৭১,৫০০ টাকা। অপর সংস্করণে ২৫৬ গিগাবাইট এসএসডি ব্যবহার করা হয়েছে। এটির দাম ৭৬,৫০০ টাকা।