বুধবার ● ২২ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সঙ্গে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সঙ্গে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উেক্ষপণের বর্ষপূর্তি ও সেবা বিপণনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের সিইও ও এমডি মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, ব্যাংকের প্রধান আইটি কর্মকর্তা ওমর ফারুক খন্দকার এবং বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংকের সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কানেক্টিভিটির মাধ্যমে ব্যাংকের ১২১৩টি শাখায় দ্রুত, উন্নত ও আধুনিক গ্রাহকসেবার মান বৃদ্ধি করা নিশ্চিত হবে এবং সাইবার সিকিউরিটি ঝুঁকি কমে যাবে। এছাড়া ব্যাংকের এটিএম বুথগুলোয় নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি পাবে এবং এর ফলে নিরবচ্ছিন্ন দ্রুত ও উন্নত গ্রাহকসেবা প্রদান করা সম্ভব হবে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কানেক্টিভিটির কারণে ব্যাংকের বিভিন্ন ভাতা পেমেন্টও নিরবচ্ছিন্নভাবে প্রদান করা সম্ভব হবে। -বিজ্ঞপ্তি