বৃহস্পতিবার ● ১৬ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » সানফ্রান্সিসকোয় নিষিদ্ধ হল ‘ফেশিয়াল রিকগনিশন’
সানফ্রান্সিসকোয় নিষিদ্ধ হল ‘ফেশিয়াল রিকগনিশন’
যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে সানফ্রান্সিসকোয় ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি নিষিদ্ধ করা হয়েছে। আইনপ্রণেতারা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয়ার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসি।
নিষেধাজ্ঞা অনুযায়ী, সানফ্রান্সিসকোর স্থানীয় কোনো সংস্থা, পরিবহন কর্তৃপক্ষ কিংবা আইন প্রয়োগকারী সংস্থাও এখন থেকে এ উদীয়মান প্রযুক্তি ব্যবহার করতে পারবে না।
শহর কর্তৃপক্ষ জানায়, ব্যবহার নিষিদ্ধ হওয়ার পাশাপাশি এখন থেকে নজরদারি করা যায়, এমন কোনো প্রযুক্তি কেনার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি নিষিদ্ধের কারণে জনগণের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং অপরাধের বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হবে বলে সানফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতাও করেছে অনেকে।