রবিবার ● ১০ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেষ হল ল্যাপটপ মেলা
শেষ হল ল্যাপটপ মেলা
গতকাল বিপুল দশর্নার্থী সমাগমের মধ্য দিয়ে শেষ হল তিন দিনব্যাপী ল্যাপটপ প্রদর্শনীর আসর কিউবি সামার ল্যাপটপ মেলা ২০১২। মেলার শেষদিনে দর্শক সমাগম যেমন বেশি ছিল তেমনি ছিল প্রচুর বিক্রিও। গতকাল বিকালে মেলার সমন্বয়ক বিপ্লব ঘোষ রাহুল জানান, শেষদিনে প্রচুর ল্যাপটপ বিক্রি হয়েছে, আগামীকাল তৃতীয় দিনের বিক্রি সম্পর্কে তথ্য দেয়া যাবে। প্রথম দুদিনে প্রায় ২ হাজার ৮শ ল্যাপটপ বিক্রি হয়েছে বলে জানান তিনি।
তিনদিনের এ মেলায় ফ্রিল্যান্স আউটসোর্সিং এবং সামাজিক যোগাযোগ বিপনণ সহ মোট ৫ টি সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের মেলায় প্রতিটি ল্যাপটপের সঙ্গে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় সহ বিভিন্ন ধরণের পুরস্কার ছিল। মেলায় বেশকিছু নতুন ল্যাপটপও প্রদর্শিত হয়েছে এবার।
মেলার সফলতা সম্পর্কে আয়োজক কর্তৃপক্ষ জানান, অন্য যেকোন বারের চেয়ে এবারের মেলা আমরা অনেক ভালো ভাবে সমাপ্ত করতে পেরেছি। সফলভাবে মেলা সমাপ্ত করতে পারায় পৃষ্ঠপোষক, অংশগ্রহনকারী এবং দর্শনার্থীদের ধন্যবাদ জানান সংশ্লিষ্ঠরা।
আয়োজকেরা জানান, এবারের আয়োজনে ৬ টি প্যাভিলিয়ন, ৭ টি মিনি প্যাভিলিয়ন ও ৪০ টি স্টলে কিউবি, এসার, আসুস, এইচপি, ইন্টেল, স্যামসাং, গিগাবাইট, তশিবা, অ্যাপল, ফুজিৎসু, লেনভো, এমএসআই, বুলগার্ড, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও এন্টিভাইরাস পাওয়া গেছে। অন্য যে কোনোবারের তুলনায় এবার ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বেশি উপহারের ব্যবস্থা ছিল। যেমন প্রতিদিনই থাকছে স্মার্টফোন, ল্যাপটপ, মোবাইল সেট এবং মেগা ড্রতে ছিল এলসিডি টিভি জেতার সুযোগ।
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। সহ-পৃষ্ঠপোষকতায় ছিল ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, এইচপি, স্যামসাং এবং বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা ইন্টেল। পার্টনার হিসেবে ছিল এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডটকম, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, বিডিওএসএন এবং ওরাটর পিআর।