রবিবার ● ১২ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » নতুন আইফোনে আসতে পারে ‘রিভার্স চার্জিং’
নতুন আইফোনে আসতে পারে ‘রিভার্স চার্জিং’
এক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, নতুন আইফোনের নাম হতে পারে আইফোন ১১। চলতি মাসেই যত দ্রুত সম্ভব বড় পরিসরে ডিভাইসটির প্রসেসর উৎপাদনের কাজ শুরু হবে।
সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। এবারে নতুন আইফোন নিয়ে তথ্য রয়েছে সামান্যই। বলা হচ্ছে আইফোন ১১-এর পেছনে থাকবে তিন ক্যামেরা এবং রিভার্স চার্জিং সুবিধা।
আইফোন ১১-এর ৫জি সংস্করণ কেউ প্রত্যাশা করছে না বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
নতুন আইফোন উন্মোচনের আগে জুন মাসের ৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া ডাব্লিউডাব্লিউডিসি সম্মেলনে আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৩ উন্মোচন করতে পারে অ্যাপল।
আইওএস-এর পাশাপাশি এই সম্মেলনে নতুন ম্যাকওএস সংস্করণ এবং অ্যাপল ওয়াচের জন্য আলাদা অ্যাপ স্টোরের ঘোষণা দেওয়া হতে পারে। এছাড়া নতুন আইপ্যাড ও ম্যাকবুকও উন্মোচন করা হতে পারে।