বুধবার ● ৮ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » টুইটারে রিটুইটে যুক্ত করা যাবে ছবি-ভিডিও
টুইটারে রিটুইটে যুক্ত করা যাবে ছবি-ভিডিও
মাইক্রোব্লগিং সাইট টুইটার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে তাদের ৩২ কোটি ৬০ লাখ ব্যবহারকারী রিটুইট করার সময় মিডিয়া হিসেবে ছবি, ভিডিও, জিআইএফ যুক্ত করতে পারবেন। টুইটার কর্তৃপক্ষ বলেছে, টুইটার মোবাইল ওয়েবসাইটের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে এটি ব্যবহার করা যাবে।
টুইটার তাদের সাপোর্ট পেজে বলেছে, মন্তব্যসহ রিটুইট করে নিজের কথা সহজে প্রকাশ করতে পারেন। এর সঙ্গে যদি মিডিয়া যুক্ত করা যায়? এখন থেকে রিটুইটে ছবি, জিআইএফ ও ভিডিও যুক্ত করে প্রতিক্রিয়া জানানো যাবে।
টুইটারের মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে জানান, ছোট্ট একটি বদল হলেও টুইটারের জন্য ফিচারটি যুক্ত করা খুব চ্যালেঞ্জিং ছিল। রিটুইটে ছবি দেখে যাতে ব্যবহারকারীরা দ্রুত কনটেন্ট বুঝতে পারেন, তা নিশ্চিত করতে চেয়েছিল টুইটার। কিন্তু ওপরে-নিচে বড় বড় দুটি ছবি চলে আসায় রিটুইট করা কনটেন্ট কোনটি, তা বোঝানো কঠিন হয়ে যায়। সমস্যাটি সমাধানে আসল টুইটটির আকার ছোট করে ফেলা হয়। তবে মোবাইল অ্যাপে সমস্যাটি সারালেও ডেস্কটপের লে আউট বদলাতে পারেনি টুইটার।
টুইটারের ডেস্কটপ সংস্করণে কবে নাগাদ এ ফিচার যুক্ত হবে, এখনো জানায়নি টুইটার।