শনিবার ● ৪ মে ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » ফোনকে ফাঙ্গাস ও ভাইরাসমুক্ত করতে হুয়াওয়ের জীবাণুমুক্তকরণ বিশেষ যন্ত্র!
ফোনকে ফাঙ্গাস ও ভাইরাসমুক্ত করতে হুয়াওয়ের জীবাণুমুক্তকরণ বিশেষ যন্ত্র!
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশে উদ্যাপন করতে যাচ্ছে ‘হুয়াওয়ে সার্ভিস ডে’ বা হুয়াওয়ে সেবা দিবস। এখন থেকে প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার হুয়াওয়ে অনুমোদিত বাংলাদেশের সব সার্ভিস সেন্টারে দিবসটি উদ্যাপন করা হবে। আজ শনিবার প্রথমবারের মতো আয়োজিত সেবা দিবস উপলক্ষে দেশে মোবাইল জীবাণুমুক্তকরণের বিশেষ যন্ত্র (ফোন ডিসইনফেকশন টুলস) এনেছে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনকে ফাঙ্গাস ও ভাইরাসমুক্ত করতে জীবাণুমুক্তকরণ বিশেষ এ যন্ত্রের ভেতর স্মার্টফোন রাখলে নির্দিষ্ট সময় পর ফোন জীবাণুমুক্ত হয়ে যাবে। শুধু হুয়াওয়ে অনুমোদিত সার্ভিস সেন্টারে এ সেবা পাওয়া যাবে। গ্রাহকদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানটির পণ্যসেবার মান বাড়াতে বিশেষ এ সেবা দিবস পালনের উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ। দেশের ১৮টি সার্ভিস সেন্টারে হুয়াওয়ের সব স্মার্টফোন ব্যবহারকারীর মোবাইল জীবাণুমুক্তকরণ সেবাটি বিনা মূল্যে দেওয়া হবে।
হুয়াওয়ের স্মার্টফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হলেও গ্রাহক বিনা মূল্যে তাঁদের ফোনটি মেরামত করিয়ে নিতে পারবেন। মেরামতের জন্য কোনো যন্ত্রাংশ কেনার দরকার হলে ৫ শতাংশ ছাড়ে সেটি কিনতে পারবেন।
সার্ভিস ডের অন্যান্য সেবার আওতায় হুয়াওয়ের পাঁচটি সিরিজের (মেট, পি, নোভা, জিআর, ওয়াই) নির্দিষ্ট কিছু মডেলের স্ক্রিন প্রটেক্টর বিনা মূল্যে পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়া বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হুয়াওয়ের সব স্মার্টফোনের সফটওয়্যার আপডেট বিনা মূল্যে পাওয়া যাবে।