বুধবার ● ১ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ভুয়া লাইক, ভিউ ও ফলোয়ার বিক্রির দায়ে নিউজিল্যান্ডভিত্তিক একটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক
ভুয়া লাইক, ভিউ ও ফলোয়ার বিক্রির দায়ে নিউজিল্যান্ডভিত্তিক একটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক
ফেসবুকইনস্টাগ্রামের ভুয়া লাইক, ভিউ ও ফলোয়ার বিক্রির দায়ে নিউজিল্যান্ডভিত্তিক একটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক। কোম্পানিটি দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যম এসব ভুয়া লাইক ও ভিউ বিক্রি করছিল।
ফেসবুক ধারণা করছে আরেন্ড নোলেন, লিওন হেজেস ও ডেভিড পাসানেন পরিচালিত ‘সোশ্যাল মিডিয়া সিরিজ লিমিটেড’ নামের এই কোম্পানিটি ইনস্টাগ্রামের ভুয়া লাইক, ভিউ ও ফলোয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৯.৪ মিলিয়ন ডলার আয় করেছে।
এই ভুয়া লাইক কিনতে একজন বহারকারীকে প্রতি সপ্তাহে ১০ থেকে ৯৯ ডলার পর্যন্ত খরচ করতে হয়। তার বিনিময়ে তারা ৫০ থেকে ২ হাজার ভুয়া লাইক পান তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
ফেসবুক ‘সোশ্যাল মিডিয়া সিরিজ লিমিটেড’ -এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে এই মামলা দায়ের করেছে। অভিযোগ হিসেবে কোম্পানিটির মালিকাধীন ইনস্টাগ্রামের ভুয়া লাইক, ভিউ ও ফলোয়ার বিক্রির মাধ্যমে নিউজিল্যান্ডভিত্তিক এই কোম্পানিটি জালিয়াতি করেছে বলে দাবি করছে ফেসবুক।