সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » চার মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৫ হাজার কোটি টাকা!
চার মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৫ হাজার কোটি টাকা!
রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ বেসরকারি অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা প্যাসিফিক, বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) ১৫ হাজার ১৬০ কোটি ৩১ লাখ টাকা রাজস্ব বকেয়া রয়েছে। এ তালিকায় শীর্ষে টেলিটকের পরেই রয়েছে গ্রামীণফোনের নাম। গতকাল একাদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এসব তথ্য জানান।
বেনজীর আহমদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিটিআরসি কর্তৃক সরকারি রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরগুলো নিয়মিত অডিট করা হয়। অডিট রিপোর্ট অনুযায়ী, সিটিসেলের কাছে ১২৮ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। গ্রামীণফোন লিমিটেডের কাছে অডিট আপত্তির পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবি আজিয়াটার কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা। অন্যদিকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে থ্রিজি স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকার অডিট আপত্তি রয়েছে।
মন্ত্রী জানান, আপত্তিকৃত অর্থ পরিশোধের জন্য গ্রামীণফোন ও রবি আজিয়াটাকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। বাংলালিংক কমিউনিকেশন লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড মোবাইল অপারেটর দুটির অডিট কার্যক্রম শুরুর লক্ষ্যে অডিটর নিয়োগের বিষয়টি প্রক্রয়াধীন রয়েছে।