সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৯, ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযুক্ত হচ্ছে দেশের সব টেলিভিশন চ্যানেল (টিভি) এবং ব্যাংকের এটিএম
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযুক্ত হচ্ছে দেশের সব টেলিভিশন চ্যানেল (টিভি) এবং ব্যাংকের এটিএম
৮৮১ বার পঠিত
রবিবার ● ২৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযুক্ত হচ্ছে দেশের সব টেলিভিশন চ্যানেল (টিভি) এবং ব্যাংকের এটিএম

---
বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশের সব টেলিভিশন চ্যানেল (টিভি) সংযুক্ত হওয়ার পাশাপাশি ব্যাংকের এটিএমও সংযুক্ত করা হচ্ছে। নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই স্যাটেলাইটের ব্যান্ডউইথে দেশের প্রান্তিক অঞ্চলও ইন্টারনেটের আওতায় আসবে।

গত বছর ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ঠিক এক বছরের মাথায় এই সেবা পেতে যাচ্ছে দেশের মানুষ।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বলেছেন, আগামী ১২ মের মধ্যে দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযুক্ত হবে। অন্যদিকে ব্যাংকের এটিএম বুথ সংযুক্ত করার জন্য পরীক্ষামূলক উদ্যোগ পরিচালিত হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ডাচ বাংলা ব্যাংক বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করে এটিএম বুথ পরিচালনার পরীক্ষামূলক সূচনা করবে।মহাকাশে স্যাটেলাইট পাঠানোর একবছর উদযাপনের দিন এর উদ্বোধন হবে।

বিসিএসসিএল চেয়ারম্যান আরও জানান, এটিএম বুথের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার আরও নিরাপদ হবে। এখানে তথ্য লিক হওয়ার কোনও সুযোগ নেই। বর্তমানে দেশে অন্তত ৪০টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে এবং এটিএম বুথের মোট সংখ্যা ৭ হাজারের বেশি।

এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন জানিয়েছেন, তারা পরীক্ষামূলক প্রচেষ্টায় ভালো রেজাল্ট পেয়েছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেয়া যাবে।

গত বছরের ১২ মে বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এক বছর পর প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে এই স্যাটেলাইট প্রকল্পের সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। এই স্যাটেলাইটে রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হয় এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

আশা করা হচ্ছে এ উপগ্রহ উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বাংলাদেশের।



আর্কাইভ

আইটি দক্ষতা উন্নয়নে বেসিস ও সিসিপ এর মধ্যে চুক্তি
নারী সাংবাদিক এবং মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ
অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে ক্যাসপারস্কি’র নতুন ফিচার
‘সংবিধানে ইন্টারনেটকে মৌলিক অধিকার ও ডাটা সুরক্ষা অন্তর্ভুক্তি’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
যাত্রা শুরু করলো তরুণদের দক্ষতা বৃদ্ধির প্লাটফর্ম ‘ইউনেট’
সপ্তাহব্যাপী ‘পিক-আপ’ ক্যাম্পেইনে ফুডপ্যান্ডা দিচ্ছে বিশেষ ছাড় ও ভাউচার
ফ্যাশন ও স্থায়িত্বে জেন-জি দের পছন্দ ইনফিনিক্স হট ৫০সিরিজ
স্পার্ক গো ওয়ানের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এলো টেকনো
প্রিয়শপ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড জিতলো মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪
এআই ও অটোমেশনের অগ্রগতিতে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন