মঙ্গলবার ● ৫ জুন ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » ফুজিৎসু বিএইচ৫৩১ লাইফবুক
ফুজিৎসু বিএইচ৫৩১ লাইফবুক
প্রফেশনালদের জন্য জাপানি অরিজিন ফুজিৎসু ব্রান্ডের নতুন একটি লাইফবুক বাজারে এসেছে। ‘বি’ সিরিজের সাইনি ব্লাক রঙের বিএইচ৫৩১ মডেলের লাইফবুকটিতে রয়েছে দ্বিতীয় প্রজন্মের কোর আই থ্রি (২৩১০এম) প্রসেসর, এনভিডিয়া জিফোর্স৪১০এম এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ২জিবি ডিডিআর থ্রি র্যাম এবং ৫০০জিবি সাটা হার্ডড্রাইভ। ১৩.৩ ইঞ্চি প্রশস্ত পর্দার লাইফবুকটির ওজন তুলনামূলক কম হওয়ায় স্বাচ্ছ্বন্দ্যে এটি বহন করা যায়। গিগাবিট ল্যান ও ওয়াইফাই সুবিধা ছাড়াও গেম খেলার উপোযোগী লাইফবুকটিতে রয়েছে ৮৪ কী সম্পন্ন পানিরোধক কী-বোর্ড, এক্সেপ্রেস কার্ড স্লট, এইচডিএমআই পোর্ট এবং একটি ই-সাটা কম্বো সহ মোট তিনটি ২.০ ইউএসবি পোর্ট। আর লাইফবুকের নিরপত্তার জন্য রয়েছে বায়স, র্হাডডিস্ক এবং এন্টিথেফট লক। এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও লাইফবুকটির সাথে আকর্ষণীয় একটি ফুজিৎসু ক্যারি কেস ফ্রি দিচ্ছে দেশে ফুজিৎসু লাইফবুকের একমাত্র পরিবেশক কম্পিউটার সোর্স। লাইফবুকটির দাম ৫৪ হজার ৫০০টাকা। বিস্তারিত: ০১৭৩০ ৩৩ ৬৭ ৫১।