বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » আন্তঃ-অপারেটর রাজস্ব ভাগাভাগি করল গ্রামীণফোন ও বিটিসিএল
আন্তঃ-অপারেটর রাজস্ব ভাগাভাগি করল গ্রামীণফোন ও বিটিসিএল
ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশন্স সার্ভিসেস (আইএলডিটিএস) নীতিমালা-২০০৭-এর আলোকে আক্টোবর ২০০৮ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত সময়কালের মধ্যে আন্তর্জাতিক কলসমূহ (ইনকামিং ও আউটগোয়িং)-এর জন্য আন্তঃ-অপারেটর রাজস্ব ভাগাভাগি সম্পন্ন করল গ্রামীণফোন লিঃ ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ২৭ জুন ২০১০ ইস্কাটনের টেলিযোগাযোগ ভবনে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়।
গ্রামীণফোনের ডিরেক্টর অব কর্পোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান কোম্পানির পক্ষ থেকে বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ আবু সায়ীদ খানের সাথে চেক বিনিময় করেন। তিনি নানা বিষয়ে গ্রামীণফোন ও বিটিসিএল-এর মধ্যে বিদ্যমান সমঝোতা ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, “গ্রাহককে সেরা সেবা দিতে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। আর সরকারী প্রতিষ্ঠানের এ ধরনের সহযোগিতা মানসম্পন্ন সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টাকে সুনিশ্চিত করবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনকেও করবে তরান্বিত। আমাদের কার্যক্রমে অকুণ্ঠ সহযোগিতার জন্য বিটিসিএল-কে আন্তরিক ধন্যবাদ।”
অনুষ্ঠানে ডঃ আবু সায়ীদ সুন্দরভাবে রাজস্ব ভাগাভাগি সম্পন্ন জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং সহযোগিতার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিটিসিএল-এর সদস্য, মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন জনাব এসওএম কলিমুল্লাহ্ ও ডিরেক্টর, ইন্টারন্যাশনাল জনাব মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের হেড অব কর্পোরেট ফিন্যান্স অ্যান্ড ট্রেজারি জনাব মাইনুর রহমান ভুঁইয়া ও ডিজিএম অ্যান্ড হেড অব ইন্টারকানেকশন অ্যাফেয়ার্স জনাব ইমতিয়াজ শফিক অন্যান্য কর্মকর্তাগণের সাথে চেক বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।