বুধবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ‘প্রোফাইল প্রিভিউ’ চালু করছে টুইটার
‘প্রোফাইল প্রিভিউ’ চালু করছে টুইটার
টুইটারে কোনো বার্তা পোস্ট করলেই সে বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন অনেকেই। ফলোয়ারদের পাশাপাশি অপরিচিতরাও এমনটি করে থাকেন। সংখ্যায় বেশি হলে সবার মন্তব্য পড়া সম্ভব হয় না। এমনকি গুরুত্বপূর্ণ বা বিখ্যাত ব্যক্তিদের মন্তব্যও নজর এড়িয়ে যায়। আর তাই টুইট বার্তায় অপরিচিত মন্তব্যকারীদের পরিচিতি সংক্ষিপ্তভাবে দেখার সুযোগ দিতে ‘প্রফাইল প্রিভিউ’ ফিচার চালু করছে টুইটার। ফিচারটি কাজে লাগিয়ে মন্তব্যকারীর ছবি, পরিচিতি, ফলোয়ার সংখ্যা, টুইটারে যোগদানের সময় জানা যাবে। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা পরীক্ষাও করছে মাইক্রো ব্লগিং সাইটটি। টুইটার ব্যবহারকারীদের সঙ্গে মন্তব্যকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতেই এ উদ্যোগ। প্রাথমিকভাবে আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এ সুযোগ মিলবে।