মঙ্গলবার ● ৫ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্যাসপারস্কি ল্যাব কর্তৃক ভয়ংকর সাইবার হুমকি শনাক্ত
ক্যাসপারস্কি ল্যাব কর্তৃক ভয়ংকর সাইবার হুমকি শনাক্ত
সম্প্রতিকালের অত্যন্ত কৌশলী, ভয়ংকর এবং মারাত্মক ক্ষতিকারক একটি কম্পিউটার প্রোগ্রাম শনাক্ত করেছে ক্যাসপারস্কি ল্যাব। ‘ফ্লেম’ নামের এই প্রোগ্রামটি আজ-অবধি জানা যে কোন সাইবার হুমকির চেয়ে বিপজ্জনক। এটি ইতোমধ্যে সাইবার অস্ত্র হিসেবে বিভিন্ন দেশের লক্ষ্যস্থলে আঘাত হানার কাজে ব্যবহৃত হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সাথে একটি যৌথ সমীক্ষা পরিচালনাকালে ক্যাসপারস্কি ল্যাবের বিশেষজ্ঞরা উল্লেখিত ম্যালওয়্যারটি শনাক্ত করেন। ক্ষতিকারক এই প্রোগ্রামটি সাইবার গোয়েন্দাগিরির কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। এটি পারস্পরিক যোগাযোগের তথ্য, এমনকি কথোপকথনসহ মূল্যবান সব তথ্য চুরি করে নিয়ে যেতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, সাইবার যুদ্ধে ব্যবহারের জন্য ক্ষতিকারক প্রোগ্রাম ‘স্টাক্সনেট’ এবং ‘ডুকু’ আবিষ্কৃত হবার পর থেকেই ক্যাসপারস্কি ল্যাব এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করে আসছে- যা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে।