মঙ্গলবার ● ৫ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্যবসা উদ্যোগ শুরু ও চালিয়ে নেওয়া শীর্ষক কর্মশালা
ব্যবসা উদ্যোগ শুরু ও চালিয়ে নেওয়া শীর্ষক কর্মশালা
উদ্যোক্তা সৃষ্টি ও পরিচর্যা করার জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে গ্রুপ ‘চাকরি খুঁজবো না, চাকরি দেবো’র (www.facebook.com/groups/uddokta) উদ্যোগে এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় ২ জুন ঢাকার ফ্রেপড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘ব্যবসা উদ্যোগ শুরু ও চালিয়ে নেওয়া’ শীর্ষক কর্মশালা। অংশগ্রহণমূলক এই কর্মশালায় ব্যবসা উদ্যোগ গ্রহণের বিভিন্ন পদ্ধতি, সুযোগ, আইনি দিকসহ নানান দিক আলোচিত হয়। বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করেন উদ্যোক্তা সাজ্জাদ হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা নাইয়ার ফাতেমা, টিম ইঞ্জিনের প্রধান নির্বাহী সামিরা জুবেরি হিমিকা, বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশনের ব্যবস্থাপনা পরিচালক সুফী ফারুক ইবনে আবুবকর এবং উদ্যোক্তা এনায়েত হোসেন রাজীব। সফল উদ্যোক্তার সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে উপস্থিত ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ এবং আল আমিন ট্রেডার্সের আল-আমিন। মুক্ত আলোচনায় সঞ্চলনার করেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা টিআইএম নুরুল কবীর। কর্মশালায় নতুন উদ্যোক্তাদের নানামুখী চ্যালেঞ্জ এবং তা উত্তরণের বিষয়ে আলাপ আলোচনা হয়। আলোচনায় উদ্যোক্তার গুনাবলী, উদ্যোক্তা হওযার জন্য করনীয়, প্রতিষ্ঠান করার নানান কারিগরি দিক, ব্যাংক এবং ভেঞ্চার বিনিয়োগকারীদের কাছ থেকে পূজি সংগ্রহের কৌশল, প্রতিষ্ঠানের জন্য নাম নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। একই গ্রুপের উদ্যোগে আগামীতে অনুরুপ আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।