সোমবার ● ৪ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বেস্ট ইনফরমেটিভ ক্লাব ওয়েব অ্যাওয়ার্ড পেল লিও ক্লাব অব ঢাকা প্রেস্টিজ
বেস্ট ইনফরমেটিভ ক্লাব ওয়েব অ্যাওয়ার্ড পেল লিও ক্লাব অব ঢাকা প্রেস্টিজ
২ জুন ঢাকার আগারগাস্থ লায়ন্স ভবনের লায়ন হূমায়ূন জাহির অডিটোরিয়ামে লিও ড্রিস্টিক কাউন্সিল, জেলা-৩১৫ বি- ১ বাংলাদেশ আয়োজিত বার্ষিক লিও জেলা সম্মেলন ২০১২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিজস্ব ক্লাব ওয়েবসাইট www.leoclubofdhakaprestige.webs.com এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানবসেবা প্রদানের জন্য লিও ক্লাব অব ঢাকা প্রেস্টিজ জেলা-৩১৫ বি-১ বাংলাদেশকে বেস্ট ইনফরমেটিভ ক্লাব ওয়েব অ্যাওয়ার্ড প্রদান করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-১ বাংলাদেশ এর ডিস্ট্রিক গভর্নর লায়ন হাবিবুর রহমান এমজেএফ। লিও ক্লাব অব ঢাকা প্রেস্টিজ জেলা-৩১৫ বি- ১ বাংলাদেশ এর পক্ষে ক্লাব প্রেসিডেন্ট লিও অ্যাডভোকেট খন্দকার হাসান শাহ্রিয়ার অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-১ বাংলাদেশ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম.এ.বাতেন এমজেএফ, নির্বাচিত জেলা গভর্নর লায়ন মিয়া মোঃ মুরাদুজ্জামান, নির্বাচিত ১ম ভাইস জেলা গভর্নর লায়ন ড. আজিজুর রাহমান, নির্বাচিত ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শফিকুল আযম ভূঁইয়া এবং লিও জেলা ৩১৫ বি- ১ বাংলাদেশ এর প্রেসিডেন্ট লিও মনোতোষ মৃধা অ্যামিটি।