সোমবার ● ৪ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মানবাধিকার-বিষয়ক লেখা বা উদ্যোগের জন্য ২০ হাজার ডলার পুরস্কার ঘোষনা করেছে ফেসবুক
মানবাধিকার-বিষয়ক লেখা বা উদ্যোগের জন্য ২০ হাজার ডলার পুরস্কার ঘোষনা করেছে ফেসবুক
ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক ব্যবহার করে মানবাধিকার-বিষয়ক যেকোনো ধরনের ধারণা, লেখা বা উদ্যোগের জন্য ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। ফেসবুকে মানবাধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন বিষয়ে ফেসবুকে নিজস্ব ধারণা লিখে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। এ আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রেখেছে ফেসবুক।
মানবাধিকার নিয়ে এ আয়োজনে ফেসবুক জোট বেঁধেছে ‘অ্যাকসেস’ নামের একটি প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে। ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী অবাধ প্রযুক্তি ব্যবহারের অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে ‘দ্য অ্যাকসেস ফেসবুক অ্যাওয়ার্ড’ নামে মোট এক লাখ ডলার পুরস্কার দেবে ফেসবুক। প্রতিযোগীদের লেখার বিচারও করবে ফেসবুক।
এ প্রসঙ্গে ফেসবুক কর্মকর্তা মারনে লেভিন জানিয়েছেন, ‘সারা বিশ্বে মানবাধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সামাজিক যোগাযোগব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক প্রবর্তিত এই পুরস্কারের মাধ্যমে বিশ্বে ফেসবুক-কেন্দ্রিক বিভিন্ন মানবাধিকারের ধারণা তৈরি হবে ও তথ্যের অবাধ প্রসার ঘটবে; যা শিক্ষামূলক কাজে লাগানো সম্ভব হবে। আর এ লক্ষ্য নিয়েই সৃষ্টিশীল ধারণা খোঁজার আয়োজন করছে ফেসবুক। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৫ আগস্ট। বিস্তারিত জানা যাবে www.accessnow.org এই ওয়েবঠিকানা থেকে।