সোমবার ● ৪ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশ টিভির নতুন ওয়েবসাইট
দেশ টিভির নতুন ওয়েবসাইট
‘ইন্টারঅ্যাকটিভ দেশ টিভি’ নামে দেশ টিভির নতুন ও উন্নততর প্রযুক্তিবান্ধব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ২ জুন রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, অনুষ্ঠান প্রধান পারভেজ চৌধুরী, বার্তা বিভাগের সম্পাদক আমিনুর রশীদ, ইডিসোলের ব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল প্রমুখ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এটি একটি জীবন্ত টিভি। এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশ টিভি তথ্যপ্রযুক্তির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। বিশেষ এ ওয়েবসাইটের কল্যাণে পৃথিবীর যেকোনো স্থান থেকে দেশ টিভি দেখা যাবে। আশা করি আমিও এ ওয়েবসাইটের মাধ্যমে কোনো দিন পে-নে বসেই টিভি দেখব।’
এ পূর্ণাঙ্গ নতুন ওয়েবসাইটে দেশ টিভির সংবাদ ও অনুষ্ঠান সবকিছুই পাওয়া যাবে। নতুনত্ব হিসেবে থাকছে সংবাদ ও চলতি ঘটনার তাৎক্ষণিক খবর, ব্রেকিং নিউজসহ স্ক্রল, তাৎক্ষণিক সংবাদ ভিডিওর ক্লিপ ও দেশ টিভির সংবাদ ও অনুষ্ঠানের ২৪ ঘন্টা সরাসরি স্ট্রিমিং। ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর।