শনিবার ● ৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি পি৭
দেশের বাজারে সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি পি৭
স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন “Symphony P7”। ডুয়াল ফ্ল্যাশ এর এই স্মার্টফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ট্রাই টোন এলইডি ব্যাক ফ্ল্যাশ এবং ফ্রন্ট ফ্ল্যাশও রয়েছে এই হ্যান্ডসেটটিতে। ট্রাই টোন ফ্ল্যাশ থাকার কারণে ফোনটি দিয়ে রাতেও ভালো ছবি উঠবে আশা করা যায়। ক্যামেরা ফিচার হিসেবে আছে ফেসবিউটি, প্যানারোমা মোড ও এইচডিআর মোড। ৫.৩ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে এর সাথে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং ২ জিবি ডিডিআর থ্রি র্যাম দেয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ডুয়াল সিম এর স্মার্টফোনটিতে আছে ২৬০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারী। এছাড়াও এই ফোনটিতে ব্যাবহার হয়েছে কাস্টম মেইড ইন্টেলিজেন্ট সফটওয়্যার ডিজাইন যার মাধ্যমে ব্যাটারীর কার্যক্ষমতা বেড়ে যাবে ৪৫% পর্যন্ত। ওটিজি এবং ওটিএ সাপোর্টেড এই স্মার্টফোনটিতে আছে জি সেন্সর, এক্সিলারেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। এই স্মার্টফোনটির আইডি ডিজাইনেও রয়েছে নতুনত্ব, ব্যবহার করা হয়েছে বিগ ক্যামেরা রিং, টেক্সচারড লেন্স, ট্রাই টোন ফ্ল্যাশ, এটরাকক্টিভ সাইড স্পীকার এবং ২.৫ ডি কার্ভ গ্লাস। ১৬ জিবি ধারণ ক্ষমতার এই ফোনটির মেমোরীকার্ড ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই স্মার্ট ফোনটির দাম রাখা হয়েছে ৮,৯৯০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।