শনিবার ● ৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নটরডেম কলেজে বাংলা উইকিপিডিয়া কর্মশালা
নটরডেম কলেজে বাংলা উইকিপিডিয়া কর্মশালা
ঢাকার নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া কর্মশালা। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সহযোগিতায় ছিলো নটরডেম কলেজ ডিবেটিং ক্লাব। গত ২ নভেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরা হয়। কিভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা যায়, ব্যবহার করা যায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় শিক্ষার্থীদের মাঝে। এছাড়া উইকিপিডিয়ার সহ-প্রকল্প উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্সে ছবি যোগ করার পদ্ধতিও বিস্তারিত তুলে ধরা হয়। কর্মশালায় বক্তব্য দেন নটরডেম কলেজের প্রভাষক ও ডিবেটিং ক্লাবের মডারেটর মো. শহিদুল হাসান পাঠান, উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি আলী হায়দার খান (তন্ময়), বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী (হাছিব) ও নাহিদ সুলতান। কর্মশালা পরিচালনা করেন উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য অংকন ঘোষ দস্তিদার ও প্রত্যয় ঘোষ। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে বাংলা উইকিপিডিয়ার নিয়মিত কর্মশালার অংশ হিসেবে আজকের এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়ছেন উদ্যোক্তরা। নিয়মিত এ ধরনের আরো কর্মশালা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।