সোমবার ● ৪ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে তথ্যপ্রযুক্তি বিষয়ক নতুন মাসিক ম্যাগাজিন
বাজারে তথ্যপ্রযুক্তি বিষয়ক নতুন মাসিক ম্যাগাজিন
তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির নানা খবরা খবর, বিশ্লেষণ, অভিমত পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে গত ২ জুন শনিবার বাজারে এসেছে তথ্যপ্রযুক্তিভিত্তিক নতুন মাসিক ম্যাগাজিন ‘মাসিক ওয়ার্ল্ড আইটি’। ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রকাশিত ম্যাগাজিনটি সম্পাদনা করছেন মো. সোহরাব হোসেন শুভ। নতুন আইটি ম্যাগাজিনের আত্মপ্রকাশ উপলক্ষে গত ২ জুন রাজধানীর একটি রেঁস্তোরায় আয়োজন করা হয় এর প্রকাশনা উৎসব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গোলাপ মুনীর, বার্তা২৪ডটনেটের সম্পাদক সরদার ফরিদ আহমদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাসিক ওয়ার্ল্ড আইটি’র সম্পাদক মো. সোহরাব হোসেন শুভ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে তথ্যপ্রযুক্তিকে অবশ্যই তৃণমূলে নিয়ে যেতে হবে। ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং নতুন এই ম্যাগাজিনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, সবার প্রচেষ্টাতেই বাংলাদেশ এগিয়ে যাবে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেনো, উন্নয়নের জন্যে তাদের অবশ্যই তথ্যপ্রযুক্তির দিকে দৃষ্টি দিতে হবে।
সম্পাদক সোহরাব হোসেন বলেন, তৃণমূলে তথ্যপ্রযুক্তির বার্তা পৌঁছে দেয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সেখান থেকে আমরা পিছপা হবো না। আমরা পৌঁছে যাবো একেবারে গ্রাম পর্যায়ে।
অন্য বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিকে তৃনমূলে নিয়ে যাওয়া সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। এ কাজটি যথাযথভাবে করতে পারলেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। কেবল শহর কেন্দ্রিক না থেকে তথ্যপ্রযুক্তি সেবা ছড়িয়ে দিতে হবে সারা দেশে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, সাংবাদিক এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।