শনিবার ● ২৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এমএমডিএস এর নতুন ফিচার ফোন নোকিয়া ২১৬
এমএমডিএস এর নতুন ফিচার ফোন নোকিয়া ২১৬
এমএমডিএস সম্প্রতি তাদের ডুয়েল সিম এর নতুন ফিচার ফোন নোকিয়া ২১৬ বাজারজাত শুরু করেছে। এর বাজার মূল্য ২,৯৯০টাকা। এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা ও ইন্টারনেট ব্যাবহারযোগ্য নোকিয়া ২১৬ ডুয়েল সিম ফিচার ফোনটি ছবি তোলা ও শেয়ার করার জন্য খুবই উপযোগী।
বিনোদন এবং গান শোনার জন্য ফোনটিতে আছে এফএম রেডিও, এমপিথ্রি এবং ভিডিও প্লেয়ার এবং হেডসেটের জন্য আছে ব্লুটুথ অডিও সাপোর্ট। ফোনটি ২০০০টির মত কনটাক্ট ধারণ করতে পারে এবং ৩২জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে। ফোনটির রেয়ার ক্যামেরার এলইডি ফ্ল্যাশ বিল্ট-ইন টর্চলাইটের চেয়েও বেশি আলো সৃষ্টি করে। নোকিয়া ২১৬ ডুয়েল সিম ফোনটি কালো, ধূসর এবং নীল রঙে পাওয়া যাচ্ছে।
মাইক্রোসফট ইমার্জিং এশিয়া মার্কেট এর জেনারেল ম্যানেজার সান্দীপ গুপ্তা বলেন, “মাইক্রোসফট ফিচার ফোনগুলো বেশ কিছু নির্ভরযোগ্য ফোনের একটি সমাহার যা তার ব্যাবহারকারীকে চলার পথে যুক্ত থাকা এবং আরও নতুন কিছু আবিষ্কার এবং অর্জন করার সার্মথ্য দেয়। ফোনগুলো দীর্ঘস্থায়ী, ব্যবহারিক, সুন্দর ডিজাইন করা এবং আপনাকে অনেক কম মূল্যের বিনিময়ে অনেক বেশি সুযোগ সুবিধা দেয়।” সংবাদ বিজ্ঞপ্তি।