মঙ্গলবার ● ৬ মার্চ ২০১২
প্রথম পাতা » @নারী » বিশ্বনারী দিবস উপলক্ষ্যে বিআইজেএফ এবং বিডব্লিউআইটির যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
বিশ্বনারী দিবস উপলক্ষ্যে বিআইজেএফ এবং বিডব্লিউআইটির যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
বিশ্বনারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আইসিটি জার্নালিষ্ট ফোরাম এবং বিডব্লিউআইটি যৌথ উদ্যোগে ৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপিলাউঞ্জে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে নারী অংশগ্রহণ বৃদ্ধি এবং বিরাজমান বাধা মোকাবেলায় করণীয় বিষয়বস’গুলো নিয়ে আলোচনা করা হয়। তাদের আলোচনায় তথ্যপ্রযুক্তি খাতে মেয়েদের সুযোগ সেসাথে সুযোগের সদ্যব্যবহারে মেয়েরা কিভাবে আরো এগিয়ে যেতে পারে সে ব্যাপারে আলোকপাত করা হয়। এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় কানেক্টিং গার্লস টু ইনস্পায়ারিং ফিউচার এর সঙ্গে মিল রেখে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনা ফারিহাকে সিএসই(অনার্স)-এ প্রথম শ্রেণীতে প্রথম স’ান অর্জনের জন্য বিআইজেএফ এবং বিডব্লিউআইটিতে আলাদা আলাদা সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লুনা শামছুদ্দোহা- সভাপতি বিডব্লিউআইটি, চেয়ারম্যান দোহাটেক নিউমিডিয়া লিমিটেড। মোহাম্মদ কাওছার উদ্দীন- সভাপতি, বিআইজেএফ, তথ্যপ্রযুক্তি সাংবাদিক, দৈনিক সংবাদ। হাবিবা নাসরিন রিতা- ডাইরেক্টর অপারেশ, ইউনিক বিজনেজ সিস্টেম লিমিটেড। ড. সুরাইয়া পারভীন- প্রাক্তণ চেয়ারম্যান, সিএসই বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। নাজনীন নাহার- সম্পাদক, টেকওয়ার্ল্ড বাংলাদেশ ও সহসভাপতি, বিআইজেএফ। ড. সৈয়দ ফয়সাল হাসান- সভাপতি, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার।
অনুষ্ঠানে যে যা বললেন
কাওছার উদ্দীন বলেন- প্রযুক্তিতে নারী অংশগ্রহণ এবং সফলতা উৎসাহিত করতে পারে সকলকে। দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সকলের অংশগ্রহণে নারীরা আরো এগিয়ে যাবে।
লুনা শামছুদ্দোহা বলেন- দেশের মোট জনসংখ্যার ৫০ ভাগ নারী। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
ড. সুরাইয়া পারভীন বলেন- নারীদের তথ্যপ্রযুক্তিতে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে পারিবারিক সহযোগিতা একান-ভাবে প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন সামাজিক পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ।
নাজনীন নাহার বলেন- তথ্য প্রযুক্তি হতে পারে নারীর অবস’া পরিবর্তনের হাতিয়ার। প্রযুক্তি জ্ঞানের ব্যবহার ও চর্চায় একজন নারী ঘরে বসেই পরিবার সামনে অংশগ্রহণ করতে পারে অর্থনৈতিক উন্নয়নে।