বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » সিম্ফনি নিয়ে এলো Studio 50
সিম্ফনি নিয়ে এলো Studio 50
বাংলাদেশের ১ নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো Studio 50 । ৩০০০ এম এ এইচ, লি-পলিমার ক্ষমতা সম্পন্ন এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৬ ইঞ্চি qHD IPS বিগার স্ক্রীন , পাওয়ারফুল ক্যামেরা এবং ৫.০ অ্যান্ড্রয়েড ললিপপ । ৮ মেগাপিক্সেল ব্যাক এবং 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
1.3 Ghz Quad Core প্রসেসর ও 1GB RAM এর কারণে Full HD ভিডিও দেখা যাবে সাবলীল গতিতে এবং এ্যাপস চলবে অনেক দ্রুত । Mali 400 - MP2 GPU থাকার কারণে গেমস খেলা যাবে আপন গতিতে। বেটার মাল্টি টাস্কিং এবং বেটার ব্যাটারি ব্যাকআপ এর কারণে সেটটি ব্যবহারের দিক থেকে অনন্য।
ফোন টিকে সহজে ব্যবহার করার জন্যে এতে দেয়া হয়েছে Smart Gesture । যার মাধ্যমে এই বড় ডিভাইস টিকে এক হাতে ব্যবহার করা অনেক সহজ হবে। স্ক্রীন অফ থাক অবস্থায় ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন ওপেন করা যায় Multi Gesture Settings এর মাধ্যমে।
এতে আরো আছে ৮ জিবি স্টোরেজ সুবিধা, যেখানে রাখা যাবে অনেক বেশী ভিডিও, ছবি এবং মিউজিক । এর এক্সপান্ডেবল মেমোরী ৩২ জিবি পর্যন্ত ।
এছাড়া ও এই সেট টিতে ওটিএ সুবিধা থাকায় সহজেই নতুন সিস্টেম আপডেট দেয়া যাবে । হ্যান্ডসেটটি ওটিজি সাপোর্ট করে, ফলে পেনড্রাইভ, মাউস, কীবোর্ড, ইত্যাদি ডিভাইস ওটিজি ক্যাবলের মাধ্যমে সরাসরি হ্যান্ডসেটের সাথে সংযোগ করে ব্যবহার করা যাবে ।
এই হ্যান্ডসেটটির বাজার মুল্য মাত্র ৯৪৯০ টাকা।