রবিবার ● ২৬ জুলাই ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকে ইন্টার্নির সুযোগ দিচ্ছেন জুকারবার্গ!
ফেসবুকে ইন্টার্নির সুযোগ দিচ্ছেন জুকারবার্গ!
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ফেসবুকে ইন্টার্নির সুযোগ করে দিচ্ছেন। প্রতি বছর সারা বিশ্ব হতে অনেক ছাত্র-ছাত্রী ফেসবুকে ইন্টার্নি করে আসছে এবং এরই ধারাবাহিকতায় এবার ১২০০ জন ইন্টার্ন নিয়ে কাজ করছেন তিনি। গতকাল (বুধবার) মধ্যরাতে মার্ক জুকারবার্গ তার ভেরিফাইড ফেসবুক পেজে কীভাবে ফেসবুকে ইন্টার্নি করা যায় তা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
জুকারবার্গ তার একটি স্ট্যাটাসে গ্রীষ্মকালীন ইন্টার্নিদের নিয়ে একটি ছবি আপলোড করেছেন। সেখানে তিনি বলেছেন, এবার সারা বিশ্ব থেকে প্রায় ১২০০ জন ইন্টার্নি নিয়ে তিনি কাজ করছেন। তিনি সেখানে ঘোষণা করেছেন, যদি কেউ ফেসবুকে ইন্টার্নি করতে ইচ্ছুক থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে। এর জন্য তিনি নিম্নলিখিত লিঙ্ক দিয়েছেন…
https://www.facebook.com/careers/university