সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৭, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৫ মে ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » হুয়াইর বাংলাদেশের প্রতিভাবান তরুণদের জন্য প্রতিযোগীতা ‘সীডস ফর দি ফিউচার’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » হুয়াইর বাংলাদেশের প্রতিভাবান তরুণদের জন্য প্রতিযোগীতা ‘সীডস ফর দি ফিউচার’
৬৩২ বার পঠিত
সোমবার ● ২৫ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হুয়াইর বাংলাদেশের প্রতিভাবান তরুণদের জন্য প্রতিযোগীতা ‘সীডস ফর দি ফিউচার’

---

হুয়াই বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড সীডস ফর দি ফিউচার নামে একটি প্রতিযোগীতা শুরু করতে যাচ্ছে। এটি হুয়াই’র গ্লোবাল সিএসআর ফ্ল্যাগশীপ প্রোগ্রাম এবং হুয়াইর সবচেয়ে বেশী বিনিয়োগকৃত সিএসআর কর্মসূচী। এই কর্মসুচীর মাধ্যমে হুয়াই স্থানীয় আইসিটি ট্যালেন্টের পৃষ্ঠপোষকতা, জ্ঞানের বিনিময়ের বৃদ্ধি এবং মানুষের আইসিটি সম্পর্কে ধারনা ও টেলিযোগাযোগ খাত সম্পর্কে আগ্রহ বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট এবং ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগীতার মাধ্যমে হুয়াই সেই সমস্ত তরুণ ও উদ্যমী শিক্ষার্থীদের খুঁজছে যারা আইসিটির নতুন নতুন আইডিয়া নিয়ে আসবেন যেন ‘ই-সার্ভিস’ এর মাধ্যমে মানুষের জীবনকে আরো সুন্দর করা যায়। চূড়ান্ত দশজন প্রতিযোগী চীনে হুয়াইর প্রধান কার্যালয়ে পড়ালেখার এবং প্রশিক্ষণের সুযোগ পাবেন। তারা ফাইভ-জি, এলটিই এবং ক্লাউড- কম্পিউটিং এর মতো অত্যাধুনিক যোগাযোগব্যবস্থার নানা বিষয় নিয়ে হুয়াইর স্টেট-অফ-দি-আর্ট ল্যাবে পড়ালেখার সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রতিযোগীরা মিশ্র-সংস্কৃতিতে মূল্যবান অভিজ্ঞতা লাভ করবেন। হুয়াই ২০০৮ সাল থেকে সারা বিশ্বে এই প্রতিযোগীতার আয়োজন করে আসছে। বাংলাদেশে হুয়াই টেলনোলজিস লিমিটেড এই নামে প্রথমবারের মতো এই ধরণের প্রতিযোগীতা আয়োজন করছে। এই প্রতিযোগীতার মাধ্যমে হুয়াই বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে চায় যেন তারা শিখতে পারে এবং প্রতিযোগীতায় অংশ নিতে পারে।
হুয়াইর সিএফও জ্যাকি লি, পাবলিক অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট ডিরেক্টর কাজী মোবাশ্বের হোসেন, পিআর ম্যানেজার মোঃ খায়রুল আনাম এবং হুয়াই’র অন্যান্য কর্মকর্তারা ‘সীডস ফর দি ফিউচার’ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জ্যাকি লি তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী শিক্ষার্থীদের নানা সাফল্য আসলেই প্রশংসার দাবিদার। শিক্ষা এবং কর্ম, উভয় ক্ষেত্রে তাদের আরো উৎসাহ দিতে ও আরো সাফল্য অর্জনের জন্য হুয়াই এই প্রতিযোগীতা চালু করেছে। এখানে শিক্ষার্থীরা একে অপরের বিপরীতে প্রতিযোগীতায় অবতীর্ণ হতে পারবে। বিজয়ীরা একটি আন্তর্জাতিক মানের পরিবেশে শিক্ষামূলক অভিজ্ঞতা লাভ করার সুযোগ পাবেন। এই প্রতিযোগীতা জুন মাসের প্রথমার্ধে শুরু হবে”।
হুয়াই’র পণ্য ও সেবা সুবিধা বিশ্বের ১৭০টিরও বেশি দেশে পাওয়া যায়। বিশ্বের এক তৃতীয়াংশেরও বেশি জনসংখ্যার কাছে সেবা পৌছে দিচ্ছে হুয়াই । হুয়াই বিশ্ববিদ্যালয় জুড়ে ১৬ টিরও বেশি আরএন্ডডি সেন্টার স্থাপন করেছে। হুয়াই ডিভাইসের মধ্য দিয়ে হুয়াই কনজিউমার বিজনেস গ্রুপ গ্রাহকদের কাছে সর্বশেষ প্রযুক্তি উপহার দিতে দায়বদ্ধ।  বাংলাদেশের হুয়াই সিংহভাগ মোবাইল অপারেটরের টেলিযোগাযোগ অবকাঠামো নির্মান সহযোগী। বাংলাদেশে সুলভ থেকে প্রিমিয়াম মানের হ্যান্ডসেটের বাজারে হুয়াইর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।



আর্কাইভ

মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি