বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গিগাবাইট গেমিং এর ফাইনাল অনুষ্ঠিত
গিগাবাইট গেমিং এর ফাইনাল অনুষ্ঠিত
রাজধানী ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আয়োজনে ৬ মার্চ থেকে শুরু হওয়া গিগাবাইট গেমিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ৩৭৩ জন গেমার অংশ নেয়া এই প্রতিযোগিতায় এনএফএস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন- বায়েজিদ বোস্তামী সনি ও রানার আপ আহমেদ নোমান। ফিফা-১৫ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন- বিভাস সোম ও রানার আপ ইমরুল হক শাওন।
গেমিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ, গিগাবাইটের ডিভিশন ডাইরেক্টর, সার্ভিস অ্যান্ড মাকের্টিং সেন্টারের এলান চেন ও গিগাবাইটের কান্ট্রি মানেজার এলান সু, স্মার্ট টেকনোলজিস এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ, গিগাবাইট বাংলাদেশের ম্যানেজার খাজা মোঃ আনাস খান এবং কমপিউটার জগৎ-এর সহকারী সম্পাদক মোহাম্মদ আবদুল হক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় দলগত গেমিং ইভেন্ট সিএস গো’তে ড্র করেছে দুই দল। এতে ইভাল্যুয়েশন গেমিং দলে ছিলেন- সালমান নূর, সাদাত আল নাইন, তুষার খান, সাইদ শওন কবির, ইবু খালিদ ও হাসান তওফিক এবং রেড ভেপারস গেমিং দলে ছিলেন- আলিফ রহমান, সিমন মাহদী, মো. তানভীর, রকিব উদ্দীন, শিহাব ইমতিয়াজ।