মঙ্গলবার ● ১০ মার্চ ২০১৫
প্রথম পাতা » নতুন পণ্য » নকিয়া ১১০০ এন্ড্রয়েড হিসেবে বাজারে আসছে !!
নকিয়া ১১০০ এন্ড্রয়েড হিসেবে বাজারে আসছে !!
জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ১১০০ এবার নতুন স্মার্টফোনরূপে বাজারে আসছে। গুগলের অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ অপারেটিং সিস্টেম থাকবে ফোনটিতে।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, জনপ্রিয় ১১০০ মডেল নাম দিয়ে একটি স্মার্টফোন বাজারে আনছে নকিয়া, যাতে কোয়াড কোর প্রসেসর থাকবে আর থাকবে ললিপপ অপারেটিং সিস্টেম।
সম্প্রতি নকিয়া ১১০০ মডেলের ফোনটি বেঞ্চমার্ক তালিকায় দেখা গেছে। নকিয়া পাওয়ার ইউজার নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকবেঞ্চ ব্রাউজার বেঞ্চমার্কের ফলাফলে এই মডেলটির তথ্য পেয়েছে। এই ফোনটিতে ৫১২ মেগাবাইটের র্যাম ও মিডিয়াটেকের প্রসেসর (এমটি৬৫৮২) যুক্ত রয়েছে। ২০১৬ সাল নাগাদ এই ফোনটি বাজারে আনতে পারে নকিয়া। বর্তমানে নকিয়ার মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের অধীনে।
টেক জায়ান্ট মাইক্রোসফট ফিনল্যান্ডের নকিয়ার কাছ থেকে গত বছরে মোবাইল ফোন বিভাগ অধিগ্রহণ করে। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের আগ পর্যন্ত কোনো স্মার্টফোন ব্র্যান্ড বাজারে আনতে পারবে না নকিয়া। গতবছর নকিয়া মাইক্রোসফটের আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে নকিয়া এন ওয়ান ট্যাবলেট তৈরি করে। নকিয়া একে ‘প্রথম নকিয়া ব্র্যান্ডেড অ্যান্ড্রয়েড ট্যাবলেট’ দাবি করে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে নকিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফক্সকন এটাকে চীনের বাজারে ছাড়ে। নকিয়া ১১০০ বাজারে আসে২০০৩ সালে। বিশ্বে ২৫০ মিলিয়নের বেশি মানুষ ফোনটি ব্যবহার করে। নকিয়ার দাবি, এটাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফোন।