মঙ্গলবার ● ৩ মার্চ ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পূর্ণাঙ্গ সচিব হলেন শ্যাম সুন্দর সিকদার
পূর্ণাঙ্গ সচিব হলেন শ্যাম সুন্দর সিকদার
তথ্যপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদার সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বরে যোগদান করেছিলেন। গতকাল সোমবার তিনি ভারপ্রাপ্ত থেকে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান ছিলেন।
শ্যাম সুন্দর সিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে এমএসসি করে নর্দান বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেন অভিজ্ঞ এ সরকারি কর্মকর্তা। যদিও কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। পরে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন।
১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নেন । এরপর বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব, সাভারের পিএটিসিতে পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।